E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজই নির্ধারিত প্লে-অফ নাকি উত্তেজনা থাকবে শেষ পর্যন্ত?

২০১৯ ফেব্রুয়ারি ০১ ১১:০৭:৩২
আজই নির্ধারিত প্লে-অফ নাকি উত্তেজনা থাকবে শেষ পর্যন্ত?

স্পোর্টস ডেস্ক: শেষদিন পর্যন্ত উত্তেজনা থাকবে নাকি আজই নির্ধারিত হয়ে প্লে-অফের চার দল?- এমন প্রশ্ন সামনে রেখেই শুরু হচ্ছে ঢাকার শেষ পর্ব। এখন বিপিএলে দেখার বিষয় মাত্র একটাই। শেষ চারের চার নম্বর দল হিসেবে প্লে-অফের টিকিট পাবে কারা? সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস নাকি মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংস?

এ প্রশ্নের উত্তর পেতে আগামীকাল (শনিবার) গ্রুপপর্বের শেষ ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। তবে তার আগে আজ যদি কুমিল্লার বিপক্ষে সাকিবের ঢাকা জিতে যায় তাহলে হয়তো শেষপর্যন্ত আর উত্তেজনা-আকর্ষণ থাকবে না। তুলনামূলক ভালো নেট রানরেটের কারণে রাজশাহীকে পেছনে ফেলে সুপার ফোরে চলে যাবে সাকিবের ঢাকাই।

কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে নিজেদের প্রথম সাক্ষাতে প্রতিপক্ষকে ১৫৩ রানে গুটিয়ে দিয়েছিল ঢাকা। কিন্তু রান তাড়া করতে নেমে নিজেরা ১৪৬ রানের বেশি করতে পারেনি। ৭ রানের পরাজয়ের বদলা নিতেই আজ মাঠে নামবে ঢাকা। তবে টানা তিন ম্যাচ জিতে দারুণ অবস্থায় রয়েছে কুমিল্লা। পয়েন্ট টেবিলেও রয়েছে ওপরের দিকে। ফলে এ ম্যাচে জিততে বেশ বেগ পেতে হবে টানা চার ম্যাচে হারা ঢাকাকে।

তবে তুলনামূলক সহজ হতে পারে শনিবার খুলনার বিপক্ষে লড়াই। টুর্নামেন্ট থেকে সবার আগে ছিটকে গেছে খুলনা। ঢাকার সঙ্গে প্রথম দেখাতেও পাত্তা পায়নি মাহমুদউল্লাহ রিয়াদের দল। ঢাকার করা ১৯২ রানের জবাবে ৮৭ রানেই গুটিয়ে গিয়েছিল খুলনা। ফলে কুমিল্লার বিপক্ষে হেরে গেলেও ঢাকা সামনে সুযোগ থাকবে গ্রুপপর্বের শেষ ম্যাচে খুলনাকে হারিয়ে প্লে-অফে নিজেদের উপস্থিতি নিশ্চিত করা।

ঢাকার শেষ পর্বের আগে পয়েন্ট টেবিল

১. রংপুর রাইডার্স – ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট (নেট রানরেট +০.৬৯০)
২. কুমিল্লা ভিক্টোরিয়ানস – ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট (নেট রানরেট +০.৪৯৫)
৩. চিটাগং ভাইকিংস – ১১ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট (নেট রানরেট -০.১৮৭)
৪. রাজশাহী কিংস – ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট (নেট রানরেট -০.৫১৮)
৫. ঢাকা ডায়নামাইটস – ১০ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট (নেট রানরেট +০.৯৫৮)
৬. সিলেট সিক্সার্স – ১১ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট (নেট রানরেট -০.০৬৭)
৭. খুলনা টাইটানস – ১১ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট (নেট রানরেট -১.১৬৫)

(ওএস/পিএস/ফেব্রুয়ারি ০১, ২০১৮)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test