E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

তাসকিনের বদলে ওয়ানডেতে শফিউল, টেস্টে এবাদত

২০১৯ ফেব্রুয়ারি ০৫ ১৪:৩৫:৪৩
তাসকিনের বদলে ওয়ানডেতে শফিউল, টেস্টে এবাদত

স্পোর্টস ডেস্ক : গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার কারণে পুরো নিউজিল্যান্ড সফর থেকেই ছিটকে গিয়েছেন তাসকিন আহমেদ। আজ আনুষ্ঠানিকভাবে জানানো হলো তার পরিবর্তে কারা যাচ্ছেন নিউজিল্যান্ডে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর বয়ানে জানানো হয়েছিল তাসকিনের পরিবর্তে এবাদত হোসেন কিংবা শফিউল ইসলামকে নেয়া হবে নিউজিল্যান্ড সফরে। আনুষ্ঠানিক ঘোষণায় জানা গেলো নিউজিল্যান্ড যাচ্ছেন দুজনই।

ডানহাতি পেসার তাসকিন আহমেদের পরিবর্তে ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন শফিউল ইসলাম। সিলেট সিক্সার্সের হয়ে আলো ছড়িয়ে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন এবাদত হোসেন। তবে দুই স্কোয়াডের কোনোটিতেই জায়গা পাননি বহুল আলোচিত ইমরুল কায়েস।

চলতি বিপিএলে এখনো পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১৫ উইকেট শিকার করেছেন রংপুর রাইডার্সের ডানহাতি পেসার শফিউল ইসলাম। নিয়মিতই রংপুরের ডেথ বোলিং সামলাচ্ছেন তিনি। যে কারণে ওভারপ্রতি রান খরচাটা প্রায় ৮ হলে মাত্র ১৫ স্ট্রাইকরেট ও ২২ এভারেজে ১৫টি উইকেট রয়েছে তার ঝুলিতে।

অন্যদিকে সিলেট সিক্সার্সের হয়ে সে অর্থে সুযোগ পাননি ডানহাতি পেসার এবাদত হোসেন। মাত্র ৪ ম্যাচ খেলে দখল করেছেন ৫টি উইকেট। চিটাগং ভাইকিংসের বিপক্ষে শেষ ম্যাচে মাত্র ১৭ রানে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া দারুণ অ্যাকশন এবং প্রায় ১৪০ গতিতে বোলিং করতে পারার কারণেই মূলত তাকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে স্কোয়াড

মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান, সাব্বির রহমান রুম্মন ও শফিউল ইসলাম।

নিউজিল্যান্ড সফরের টেস্ট স্কোয়াড

সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহী, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান এবং এবাদত হোসেন।

(ওএস/এসপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test