E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাকিবের সাজা মওকুফের সিদ্ধান্ত ঈদের পর : পাপন

২০১৪ জুলাই ২২ ১২:৫৬:১৩
সাকিবের সাজা মওকুফের সিদ্ধান্ত ঈদের পর : পাপন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশে ক্রিকেট বোডের্র (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন- সাকিব আল হাসানের সাজা মওকুফের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ঈদের পর। সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ইফতার পূর্ব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঈঙ্গিত দেন। এ ছাড়া তিনি আরো জানান, আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারছে না সাকিব।

বিসিবির সভাপতি পাপন বলেন, সাকিবের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বোর্ড মিটিংয়ে। তাই ঈদের পর তার শাস্তি কমানোর বিষয়ে বোর্ড মিটিং করে সিদ্ধান্ত হবে। অবশ্য আমি বোর্ডের সভাপতি হিসেবে একাই সিদ্ধান্ত নিতে পারতাম। কিন্তু আমি চাই বোর্ডের সবাইকে নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে।
তিনি বলেন, সাকিবের শাস্তি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সাকিব যে আচরণ করেছে তাতে ব্যক্তিগতভাবে আমি খুবেই খুশি। শাস্তি কমানোর বিষয়ে সাকিবের চিঠি পড়েও আমি অনেক খুশি হয়েছি। কারণ সে অনেক সুন্দর করে চিঠিটি লিখেছে।
এসময় তিনি সাকিবের শাস্তি কমানোর ঈঙ্গিত দিয়ে বলেন, তবে জিম্বাবুয়ে সফরের আগে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। বোর্ড কখনো চায় না যে, সাকিবের মতো সুপারস্টারকে শাস্তি দিতে।
এর আগে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাকিব আল হাসানকে দেয়া শাস্তি পুনর্বিবেচনার জন্য রোববার আবেদন করেছেন তিনি।
উল্লেখ্য, আগামী আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
(ওএস/এএস/জুলাই ২২, ২০১৪)



পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test