E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দীর্ঘ ২৮ বছর পর লর্ডসে জয় পেল ভারত

২০১৪ জুলাই ২২ ১৭:২৪:১২
দীর্ঘ ২৮ বছর পর লর্ডসে জয় পেল ভারত

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ভারত লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৯৫ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। লর্ডসে ইংল্যান্ডকে হারানো সহজসাধ্য কোনো ব্যাপার নয়। দীর্ঘ ২৮ বছর পর এ মাঠে জয় ভারতীয়দের! তাইতো জয়ের বেশ সময় নিয়েই ধোনিদের উদ্যাপন হলো লর্ডসের কেন্দ্রে। যে জয় ক্রিকেটপাগল ভারতকে বইয়ে দিয়েছে আনন্দের বন্যায়।

ভুবনেশ্বর কুমারের ঝলকানিতে আড়ালে পড়েছিলেন যিনি, সেই ইশান্ত শর্মাই সোমবার বল হাতে বজ্রপাত ঘটিয়েছেন ইংলিশ শিবিরে। একাই ৭ উইকেট উপড়ে ফেলেছেন গতির ঝড়ে, ৩১৯ রানের মাইলফলক ছুঁতে গিয়ে ইংলিশরা থেমে গেছে ২২৩ রানে। ভারতের নামে লেখা হয়েছে ৯৫ রানের জয়। ভারতের লর্ডস জয় মোটামুটি নিশ্চিত, এটা আচ করা গিয়েছিল চতুর্থদিন শেষেই তিনশোর’উপরে রান তারা করতে নেমে ১০৫ রানে ৪ ‍উইকেট খুইয়ে ফেলেDuncan Fletcher and the Indian balcony is pleased going 1-0 upছিল স্বাগতিকরা। লর্ডসের উইকেটের সুইং, ঘূর্নি, বাউন্স অন্তত তাই বলছিল।


অন্য মাঠে যাই হোক না কেন লর্ডসের মাঠে ইংলিশ ক্রিকেটাররা একটু নাক উঁচু ভাব নিয়েই নামে। এর কারণও রয়েছে। এই মাঠে তাদের সহজে হারানো যায় না। ইংল্যান্ডের মাঠে অস্ট্রেলিয়া ৩৫ টেস্ট খেলে মাত্র ১৪টিতে জয় পেয়েছে। ২০টি মধ্যে মাত্র ৪টিতে জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দক্ষিণ আফ্রিকা ১৫টি ম্যাচ খেলে ৫টি জিতেছে, পাকিস্তান ১৩টির মধ্যে ৩টি জিতেছে, শ্রীলঙ্কা ৭টি ম্যাচের একটিও জিততে পারেনি, নিউজিল্যান্ড জিততে পেরেছে ১৬টির মধ্যে মাত্র ১টি। সোমবারের আগে ভারতও ১৬ ম্যাচ খেলে মাত্র ১টি জয় বগলদাবা করতে পেরেছিল। তাও আবার সেই ১৯৮৬ সালে। কপিল দেবের নেতৃত্বে ৫ উইকেটের জয় পেয়েছিল ভারত। এর পর ২৮ বছর লর্ডসে সোমবার আরেকটি টেস্ট জয়ের সাধ পেয়েছে ভারতীয়রা।

গত ১৭ জুলাই শুরু হয়েছিল ভারত-ইংল্যান্ড লর্ডস টেস্ট। প্রথম ৪ দিন সেয়ানে সেয়ানে লড়াই শেষে ইংল্যান্ডের জয়ের টার্গেট দাঁড়িয়েছিল ৩১৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১০৫ রানে চতুর্থ দিন শেষ করেছিল ইংলিশরা। সোমবার পঞ্চম অর্থাৎ শেষ দিনে জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ২১৪ রান। মিডল অর্ডারের ২ ব্যাটসম্যান মঈন আলি ও জো রুট বেশ ভালই ব্যাট করছিলেন। কিন্তু ইশান্ত শর্মা হঠাৎ করেই অগ্নিমূর্তি ধারণ করেছেন। মোট ২৩ ওভার বল করে ৭৪ রান দিয়ে ৭ উইকেট বগলদাবা করেছেন। ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে গেছে ২২৩ রানে। ভারত পেয়েছে ৯৫ রানের ঐতিহাসিক জয়। সিরিজের প্রথম ম্যাচ ড্র হয়েছিল। ইংলিশদের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে তাই ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারতীয়রা। আর দেশকে ঐতিহাসিক জয় উপহার দিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ইশান্ত শর্মা।

সংক্ষিপ্ত স্কোরকার্ড :

ভারত ১ম ইনিংস : ২৯৫ (রাহানে ১০৩, কুমার ৩৬; অ্যান্ডারসন ৪/৬০, স্টোকস ২/৪০)

ইংল্যান্ড ১ম ইনিংস : ৩১৯ (ব্যালেন্স ১১০, প্লাঙ্কেট ৫৫; কুমার ৬/৮২, জাদেজা ২/৪৬)

ভারত ২য় ইনিংস : ৩৪২ (বিজয় ৯৫, জাদেজা ৬৮, কুমার ৫২; স্টোকস ৩/৫১, প্লাঙ্কেট ৩/৬৫)

ইংল্যান্ড ২য় ইনিংস : ২২৩ (রুট ৬৬, আলি ৩৯; শর্মা ৭/৭৪)

ফল : ভারত ৯৫ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : ইশান্ত শর্মা (ভারত)


(ওএস/পি/জুলাই ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test