E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হচ্ছে ঈদের পর

২০১৪ জুলাই ২৩ ১৭:১৮:৩৯
নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হচ্ছে ঈদের পর

স্পোর্টস ডেস্ক, ঢাকা : গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ‘ওয়ালটন মার্সেল সিংনা নৌকাবাইচ প্রতিযোগিতা’ ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও টাঙ্গাইল জেলার সিংনা সমাজ কল্যাণ যুব সংঘের ব্যবস্থপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংনা গ্রামের কুমারী বিলে আকর্ষণীয় এ নৌকাবাইচ অনুষ্টিত হবে আগামী ১আগস্ট। দিনব্যাপি এবারের প্রতিযোগিতায় ৫টি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন স্থান থেকে পুরুষ বিভাগে ১০০টি এবং মহিলা বিভাগে ৫টি নৌকা দল অংশগ্রহণ করবে।

অংশ নেয়া নৌকা সমূহের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য থাকছে ওয়ালটনের পক্ষ থেকে ফ্রিজ, টেলিভিশন, হোম অ্যাপ্লায়েন্সসহ নানা আকর্ষণীয় পুরস্কার। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজক কমিটির কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আর বি গ্রুপের এডিশনাল ডিরেক্টর ও হেড অব গেমস এন্ড স্পোর্টস এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), প্রতিযোগিতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আলেকজান্ডার বো ও অন্যান্য অতিথিবৃন্দ।

(ওএস/পি/জুলাই ২৩, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test