E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সবচেয়ে বেশি সেঞ্চুরি, শিরোপা নেই একটিও

২০১৯ মার্চ ২১ ১৫:২৭:৪২
সবচেয়ে বেশি সেঞ্চুরি, শিরোপা নেই একটিও

স্পোর্টস ডেস্ক : খেলায় একটা কথা প্রায়শই শোনা যায়, একক নৈপুন্যে দলকে জেতালেন তিনি। শব্দটা শুনতে মধুর হলেও বাস্তবতা কিন্তু ওতটা সহজ নয়। কেউই আসলে একা দলকে জেতাতে পারেন না। হয়তো অবদানটা বেশি থাকে। বাকিদের ছোট অবদানগুলোও কিন্তু জয়ের পর বড় হয়ে দাঁড়ায়।

তারকায় ঠাসা দলও অনেক সময় সব কিছু ঠিকঠাকভাবে করতে পারে না। একা কেউ ম্যাচ বের করে আনতে পারেন না। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকেই দেখুন না। এই দলটিতে কি নেই? বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, ক্রিস গেইলের মতো বিশ্ব কাঁপানো তারকা নিয়েও একবারও শিরোপার মুখ দেখেনি দলটি।

অথচ তারকারা যে একদম ব্যর্থ হচ্ছেন, এমন নয়। পরিসংখ্যান বলছে, আইপিএলে সেঞ্চুরির সংখ্যায় সবার চেয়ে এগিয়ে এই ব্যাঙ্গালুরু। আইপিএলে এখন পর্যন্ত ব্যাঙ্গালুরুর ব্যাটসম্যানরা সেঞ্চুরি পেয়েছেন ১২টি। তারপরও শিরোপাশূন্য।

বিস্ময়কর ব্যাপার হলো, সর্বোচ্চ সেঞ্চুরির এই তালিকায় থাকা প্রথম তিন দলই এখন পর্যন্ত শিরোপার মুখ দেখেনি। কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা সেঞ্চুরি পেয়েছেন ১০টি। তিন নাম্বারে থাকা দিল্লি ডেয়ারডেভিলসের ব্যাটসম্যানরা পেয়েছেন ৮টি। তাদের সান্ত্বনা ওই ব্যক্তিগত পারফরম্যান্সই।

আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরি পাওয়া দলগুলোর তালিকা ও শিরোপা

১২-রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (শিরোপা নেই)
১০-কিংস ইলেভেন পাঞ্জাব (শিরোপা নেই)
৮-দিল্লি ডেয়ারডেভিলস (শিরোপা নেই)
৮-চেন্নাই সুপার কিংস (৩ শিরোপা)
৪-মুম্বাই ইন্ডিয়ান্স (৩ শিরোপা)
৪-রাজস্থান রয়্যালস (১ শিরোপা)
২-ডেকান চার্জার্স (১ শিরোপা)
২-রাইজিং পুনে সুপারজায়ান্টস (শিরোপা নেই)
১-কলকাতা নাইট রাইডার্স (২ শিরোপা)
১- সানরাইজার্স হায়দরাবাদা (১ শিরোপা)

(ওএস/এসপি/মার্চ ২১, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test