E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমার কাজ দলকে গুছিয়ে তোলা : দুঙ্গা

২০১৪ জুলাই ২৪ ১৭:৪৩:১৮
আমার কাজ দলকে গুছিয়ে তোলা : দুঙ্গা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : তার মূল লক্ষ্য ২০১৮ রাশিয়া বিশ্বকাপই। আগের মেয়াদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটাই এখন দুঙ্গার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্রাজিল ফুটবলের জাতীয় দলের কোচ হিসেবে মঙ্গলবার দ্বিতীয় মেয়াদে আবারো সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গাকে ফিরিয়ে এনেছে।

আর নতুন করে পুরনো কোচের অধীনে এগিয়ে যাবারই প্রত্যয় ব্যক্ত করেছে সেলেসাওরা। দুঙ্গা নিজেও এ ব্যপারে আশাবাদী। আগামী ৫ সেপ্টেম্বর মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে দুঙ্গা তার ব্রাজিলিয়ান মিশন শুরু করবেন।

২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডের কাছে পরাজিত হয়ে ব্রাজিলের বিদায়ের সাথে দুঙ্গাকেও চাকুরি হারাতে হয়েছিল। নতুন করে দলে ফিরেই দুঙ্গার প্রথম মন্ত্র হচ্ছে দলকে গুছিয়ে নেয়া, তারপর ফুটবলের মধ্যে ব্রাজিলিয়ানরা যে স্বভাবজাত সৌন্দর্য্য খুঁজে বেরায় বিনোদনের মাধ্যমে তার খোরাক জোগানো।

তবে জার্মানদের কাছে ঘরের মাঠে বিধ্বস্ত দলটিকে খাদের কিনারা থেকে টেনে তোলা অভিজ্ঞ এই ফুটবলারের পক্ষে যে খুব একটা সহজ হবে না তা সহজেই অনুমেয়। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনও (সিবিএফ) বুঝেশুনেই এই গুরুদায়িত্ব তার উপর অর্পন করেছে। তবে এটাকে কোন ধরনের বিদ্রোহ হিসেবে দেখতে নারাজ সিবিএফ।

যদিও পেলে, গারিনচা, রোনাল্ডো, রোনলদিনহো কিংবা হালের নেইমার যে দেশের তারকা সেই দেশের ফুটবল স্বপ্নটাও একটু ভিন্ন ধাচের। ভবিষ্যতে সেই স্বপ্নকে কোন পথে নিয়ে গেলে তা সঠিক হবে সেটা দুঙ্গাকেই ঠিক করে নিতে হবে। দুঙ্গা অবশ্য প্রথম থেকেই সতর্কতার সাথে পথ চলতে বদ্ধপরিকর।

তার কথাতেও তার আভাষই পাওয়া গেছে। তিনি বলেন, প্রতিটি কোচই পিছন থেকে দলকে সামনে এগিয়ে নিয়ে যাবার জন্য প্রথমে দলটিকে গুছিয়ে নেয়। আমিও তার ব্যতিক্রম নই। জার্মান দলটি সবসময়ই বেশ গোছানো থাকে, যার ফলও তারা মাঠে পায়।

আর এই লক্ষ্যেই সিবিএফ এর বিদায়ী কোচ হোসে মারিয়া মারিন দুঙ্গাকে কোচ হিসেবে ঘোষনা দিতে সংকোচ বোধ করেননি। ব্রাজিলের হয়ে ৯১টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন দুঙ্গা, ৬০টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন যার মধ্যে জয় আছে ৪২টি এবং পরাজয় মাত্র ছয়টিতে। ব্রাজিল কর্তৃপক্ষ পুরো ফুটবলকে ঢেলে সাজানোর কথা বললেও এর জন্য আগোছালো ঘরোয়া ফুটবলের দিকে বেশী নজড় দিতে হবে।

বিশেষ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ক্লাবগুলোকে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে। আগামী অক্টোবরে দেশের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচন করতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডিলমা রোসেফ। দেশের ফুটবলের গুরুত্ব নিয়েও তিনিও যথেষ্ট সতর্ক। ইতোমধ্যেই খেলোয়াড় সন্ধানে ও সর্বোপরী ফুটবলের কাঠামো পরিবর্তনে বেশ কয়েকটি পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন।

(ওএস/পি/জুলাই ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test