E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রদ্রিগেজ পুলিশের হাত থেকে ভক্তকে বাঁচালেন

২০১৪ জুলাই ২৪ ১৮:১৩:১০
রদ্রিগেজ পুলিশের হাত থেকে ভক্তকে বাঁচালেন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : রিয়াল মাদ্রিদ ব্রাজিল বিশ্বকাপ-২০১৪-এর সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জয়ী রদ্রিগেজকে প্রায় ৮ কোটি ইউরোর বিনিময়ে মোনাকো থেকে কিনে নিয়েছে। রিয়াল মাদ্রিদের জার্সিতে হামেস রদ্রিগেজের মাঠের লড়াইয়ে সফল হতে, ইতিহাস গড়ার স্বপ্ন পূরণের এখনও পুরোটাই বাকি।

তবে প্রথম দিনেই ভক্তদের মন জয় করে নেয়ার কঠিন কাজটা অনায়াসেই সেরে ফেললেন কলম্বিয়ান এ তারকা। মঙ্গলবার সান্তিয়াগো বার্নাবেউয়ে ক্লাবের সমর্থকদের সামনে উপস্থাপন করা হয় ২৩ বছর বয়সী রদ্রিগেজকে। ওখানেই ঘটে কিছুটা অপ্রীতিকর, কিন্তু সবশেষে হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনাটি।

বল নিয়ে রদ্রিগেজের কাড়িকুড়ি শেষ হওয়ার পর গ্যালারি থেকে কলম্বিয়ার জার্সি পরা এক ভক্ত দৌড়ে এসে জড়িয়ে ধরেন রিয়ালের নতুন তারকাকে। সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীরা ওই ভক্তকে রদ্রিগেসের কাছ থেকে দূরে নিয়ে যায়। তারা টেনে হিঁচড়ে তাকে মাঠের বাইরে নিয়ে যেতে থাকে।

তখনই নিরাপত্তা কর্মীদের কাছ থেকে ওই ভক্তকে উদ্ধার করতে এগিয়ে আসেন রদ্রিগেজ। তারপর কিছুক্ষণ আগে যে বলটি নিয়ে কাড়িকুড়ি করছিলেন রদ্রিগেজ সেটা ওই ভক্তকে দিয়ে দেন। প্রিয় তারকার এমন ভালোবাসা পেয়ে, তার দেয়া উপহার পেয়ে কার না ভালো লাগে। ওই ভক্তের চোখে মুখেও ফুটে ওঠে এক অনাবিল আনন্দ।

(ওএস/পি/জুলাই ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test