E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আইসিসি ট্রফি এখন বসুন্ধরা সিটিতে

২০১৪ জুলাই ২৫ ১৩:৪১:২৮
আইসিসি ট্রফি এখন বসুন্ধরা সিটিতে

স্পোর্টস ডেস্ক : শুক্রবার সকাল ৯টার কিছু পরেই মুশফিক ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুলেন। ফটোসেশন শেষে ট্রফিটি গণভবনে নেওয়া হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ট্রফির সঙ্গে ফটোসেশনের অংশ নেন।

গণভবন থেকে সোজা বিশ্বকাপ ট্রফি নেওয়া হয়েছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। থাকবে রাত ৮টা পর্যন্ত। সেখানে সাধারণ দর্শনার্থীদের জন্য ট্রফি উন্মুক্ত করে দিয়েছে বিসিবি ও আইসিসি।

এ ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, আইসিসি বিশ্বকাপ ২০১৫ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে হবে। এর প্রমোশনাল ক্যাম্পেইন হিসেবে প্রতিটি অংশগ্রহণকারী দেশে ট্রফিটা পাঠানো হচ্ছে। নিয়মের মধ্যে থেকেই জনসাধারণ ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবেন। এই দীর্ঘ সময় বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ট্রফির সঙ্গে আরও থাকবেন তিন ক্রিকেটার শামসুর রহমান, মার্শাল আইয়ুব এবং তাসকিন আহমেদ। শনিবার সকালেই বিশ্বকাপ ট্রফি পরিভ্রমণের পথে রওনা হবে।

উল্লেখ, যৌথভাবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের আয়োজনে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসর। এ উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১৩টি দেশে পরিভ্রমণ করবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। ৪ মাসের এই ভ্রমণ শেষে চলতি বছরের ৬ নভেম্বর আয়োজক দেশ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে পৌঁছাবে ট্রফিটি।

(ওএস/অ/জুলাই ২৫, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test