E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

একদিন আমরাও বিশ্বকাপ জিতব: মুশফিকুর রহিম

২০১৪ জুলাই ২৬ ১৭:১৩:২৬
একদিন আমরাও বিশ্বকাপ জিতব: মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক, ঢাকা : মুশফিকুর রহিম স্বপ্নের বিশ্বকাপ ট্রফিটি আগে দেখেছেন। তবে তিনি শুক্রবারই প্রথম স্পর্শ করলেন। আর এ স্পর্শ যেন স্বপ্নটাকে জাগিয়ে দিল, অনেক দূর পর্যন্ত ভাবতে শেখাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন সকালে ট্রফিসহ ক্যামেরার সামনে পোজ দেওয়ার পর বাংলাদেশ অধিনায়ক জানালেন আজন্মলালিত স্বপ্নের কথা, 'মরার আগে বাংলাদেশের বিশ্বকাপ জয় দেখে যেতে চাই।'

সে স্বপ্নের সঙ্গে আরও একটি বিষয় বলেছেন মুশফিক, বর্তমান বাজে সময় কাটাতে বিশ্বকাপ ট্রফি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মুশফিক বলেন, 'অনুপ্রেরণা তো অবশ্যই। এটা বলার অবকাশ রাখে না। বাংলাদেশের মানুষ কী রকম ক্রিকেটপাগল, তা সবাই জানে। আমাদের ক্রিকেট দলের শুভাকাঙ্ক্ষীও বিশাল। সেদিক থেকে বলব, হ্যাঁ, এটা অনেক বড় অনুপ্রেরণা। যেহেতু ইদানীং আমরা তেমন একটা ভালো খেলছি না, তাই এ ট্রফি আমাদের দ্বিগুণ পরিশ্রম করার অনুপ্রেরণা জোগাবে। আমাদের মনেও এ বিষয়টা আছে। আশা করব, যেন সামনের সিরিজেই কামব্যাক করতে পারি।'

গত বৃহস্পতিবার রাতে ভারত থেকে ঢাকায় আসে বিশ্বকাপ ক্রিকেট ট্রফি। শুক্রবার সকালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে ট্রফি গ্রহণ করেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম এবং বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ২০১১ বিশ্বকাপের সময়ও ট্রফি বাংলাদেশে এসেছিল। তখন বরং বেশ কয়েকদিন ছিল। কিন্তু তখন জাতীয় দলে খেললেও অধিনায়ক ছিলেন না মুশফিকুর রহিম। তাই স্পর্শ করতে পারেননি বিশ্বকাপ ট্রফি।

তাই এবারের অনুভূতিটা অন্যরকম বলে জানালেন মুশফিক, 'এই প্রথম এ রকম কাছ থেকে দেখা। মানে স্পর্শ করে দেখা। সত্যিকার অর্থেই আমি রোমাঞ্চিত। এত বড় একটা মর্যাদার কাপ, খুবই অসাধারণ লাগছে। আশা করি, অদূর ভবিষ্যতে কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ জিতেই এটা স্পর্শ করবে। আমি সব সময়ই এ স্বপ্ন দেখি এবং লালন করি। আমাদের প্রজন্ম সেটা হয়তো নাও পারতে পারে। যদিও আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যদি না হয়, তাহলে অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা ট্রফি জয় করব। অন্তত মরার আগে বাংলাদেশের বিশ্বকাপ জয় দেখতে চাই।'

বিশ্বকাপ ট্রফি স্পর্শ করার পরই কি মুশফিকের মাঝে এমন অনুভূতি এলো! তিনি অবশ্য তেমনটা মনে করেন না, 'অনুভূতিটা আসলে ট্রফি স্পর্শ করার পরই যে এসেছে, তা কিন্তু নয়। হতে পারে এর ফলে অনুপ্রেরণা আর একটু চাঙ্গা হতে পারে। সত্যিকার অর্থে যদি বলি, যখন খেলা শুরু করেছি তখন থেকেই একটা স্বপ্ন ছিল। যারা বিশ্বকাপ পেয়েছে তারাও কিন্তু আগে থেকে নিশ্চিত হতে পারেনি যে, তারাই জিতবে। কাজেই আমরা কেন চিন্তা করব না। আমাদের ওইভাবে পরিকল্পনা করে এগোতে হবে। তবে এটা এখনও অনেক দূরের ব্যাপার; কিন্তু অসম্ভব কিছুই না।'

আজ সকালে ঢাকা থেকে আইসিসির সদর দফতর দুবাইয়ে নেওয়া হবে বিশ্বকাপ ট্রফি। অংশগ্রহণকারী সবগুলো দেশ ঘুরে ৬ নভেম্বর ট্রফি যাবে যৌথ আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারি শুরু হবে বিশ্বকাপ।

(ওএস/পি/জুলাই ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test