E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের আগেই সিদ্ধান্ত সাকিবের বিষয়ে!

২০১৪ জুলাই ২৬ ১৭:২১:১৫
ঈদের আগেই সিদ্ধান্ত সাকিবের বিষয়ে!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সাকিব আবারও খেলবেন! ঈদের আগেই আপিলের বিষয়ে সিদ্ধান্ত হচ্ছে। বোর্ড এর আগে এ ধরনের সবুজ সংকেত দিয়েছিল বলে জানা গেছে।

বিসিবি বোর্ডের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭ জুলাই সাকিব আল হাসানকে ৬ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করে। সেইসঙ্গে দেড় বছরের জন্য আন্তর্জাতিক অঙ্গনে খেলতে যেতে অনাপত্তিপত্র না দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়।

সংবাদ মাধ্যমে জানা গেছে, শাস্তি দেয়ার ১০ দিনের মাথায় সাকিবের বিষয়ে বৃহস্পতিবার সবুজ সংকেত দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশ জাতীয় দলের এই অলরাউন্ডার এই সবুজ সংকেত পাওয়ার পর শাস্তি মওকুফের জন্য বোর্ডের কাছে আপিল করেছেন। সাকিব আল হাসান সবার কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনাও করেছেন।

সাকিবের করা আপিলের বিষয়টি বিবেচনায় এনে শাস্তি কমানোর সিদ্ধান্ত নিতে পারে বোর্ড। অবশ্য এখনও নিশ্চিত করে করে বলা যাচ্ছে না।

তবে এ বিষয়ে সিদ্ধান্ত ঈদের আগেই হতে পারে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন, সাকিব তো সবেমাত্র আবেদন জমা দিয়েছেন। আবেদনপত্রটি বোর্ডের কাছে জমা রয়েছে। তবে আমি এ মুহূর্তে কিছুই বলতে পারছি না। এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড। তবে ঈদের আগে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, সাকিবের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নমনীয় হতে পারে। কিছুটা সুযোগ দেয়া হতে পারে তাকে। এমন সংকেত পেয়েই আপিল করেছেন সাকিব। বাকিটা সময়ই বলে দেবে।

(ওএস/পি/জুলাই ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test