E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ জামাল দলগত ও ব্যক্তিগত সাফল্যের শীর্ষে

২০১৪ জুলাই ২৬ ১৮:৪৫:১১
শেখ জামাল দলগত ও ব্যক্তিগত সাফল্যের শীর্ষে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : শেখ জামাল ধানমন্ডি ক্লাব নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে। ২০১০-১১ মৌসুমে শিরোপা ঘরে তুললেও সেবার ম্যাচ পাতানোর কালিমা লেগেছিল তাদের গায়ে।

এবার চ্যাম্পিয়নদের মতো খেলেই দ্বিতীয় বারের মতো শিরোপা জিতেছে ধানমন্ডি অভিজাত পাড়ার এই ক্লাবটি। দলগত ও ব্যক্তিগত সাফল্যের শীর্ষে রয়েছে তারা।

২৭ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে কোটি টাকার দল গড়া শেখ জামাল। দলটির জয়ের রেকর্ডও বেশ সমৃদ্ধ। ২৭ ম্যাচে ১৯টি জয়ের বিপরীতে হার মাত্র একটিতে। সেটিও লিগের তৃতীয় লেগে ব্রাদার্সের বিপক্ষে।

এ ছাড়া ড্র হয়েছে সাতটি ম্যাচ। লিগের রানার্স-আপ আবাহনী লিমিটেড। ২৭ ম্যাচে তাদের অর্জিত পয়েন্ট ৫২, যা শীর্ষে থাকা জামালের থেকে ১২ পয়েন্ট কম। জয়ের রেকর্ডে অনেকটা পিছিয়ে আবাহনী।

১৪টি জয়ের বিপরীতে তাদের হার তিনটি ম্যাচে। ড্র হয়েছে ১০টি ম্যাচ। পয়েন্ট তালিকার তিনে রয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তাদের সংগ্রহ ৪৯ পয়েন্ট। ১৪টি ম্যাচে জয় ও ৭টি ড্র করে তারা।

ঢাকার আরেক পরাশক্তি মোহামেডান স্পোর্টিং ক্লাব এবার চারে থেকে লিগ শেষ করেছে। ৪৫ পয়েন্ট অর্জন করেছে মতিঝিলের এই ক্লাবটি। ২৭ ম্যাচে সাদা-কালো শিবিরের জয় মাত্র ১২টি ম্যাচে। নয়টি ড্রয়ের বিপরীতে হার রয়েছে ছয়টি ম্যাচে।

দলগত সাফল্যের পর আসি ব্যক্তিগত সাফল্যে। ব্যক্তিগত সাফল্যেও দাপট দেখিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের খেলোয়াড়রা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা শেখ জামালের ওয়েডসন। হাইতির এই ফরোয়ার্ড মাত্র এক গোলের জন্যে ঢাকা লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি ছুঁতে পারেননি।

দ্বিতীয় স্থানে রয়েছে নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন। শেখ জামালের জার্সি জড়িয়ে ২১ গোল করেছেন তিনি। মুক্তিযোদ্ধার নাইজেরিয়ান ফরোয়ার্ড এনকোচা কিংসলে ১৭ গোল নিয়ে আছেন তৃতীয় স্থানে।

১৫ গোল করে চতুর্থ স্থানটি নিজের দখলে নিয়েছেন বাংলাদেশের ওয়াহেদ। মোহামেডানের জার্সি পড়ে পুরো টুর্নামেন্টে ওয়াহেদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ওয়াহেদের সতীর্থ সানডে চিজোবার পা ছুঁয়ে এসেছে ১৫ গোল। এছাড়া শেখ রাসেলের মিঠুন চৌধুরী করেছেন ১৪ গোল।

লিগে হ্যাটট্রিক হয়েছে মোট ১৬টি, সর্বোচ্চ তিনটি করেছেন শেখ জামালের এমেকা ডার্লিংটন। দুটি করে হ্যাটট্রিক আছে ওয়েডসন, মিঠুন, এনকোচা ও সানডের নামে পাশে।

(ওএস/পি/জুলাই ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test