E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লিভারপুল সুয়ারেজকে ছাড়াই শক্তিশালী!

২০১৪ জুলাই ২৬ ১৯:১৫:১৫
লিভারপুল সুয়ারেজকে ছাড়াই শক্তিশালী!

স্পোর্টস ডেস্ক, ঢাকা : লুইস সুয়ারেজ কি পারেন, তা ব্রাজিল বিশ্বকাপেই দেখিয়েছেন। গ্রুপপর্বের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে দলে ছিলেন না। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নেমেই বাজিমাত করেন তিনি।

তিনি জোড়া গোল করে উরুগুয়েকে জিতিয়েছেনৎ। তখনও দলের নায়ক। তবে সুয়ারেজ যে পারেন ভাসাতে আবার ডুবাতেও, সে কথা অজানা নয় কারোরই। তৃতীয় ম্যাচে নায়ক থেকে বনে যান খলনায়ক। ইতালিয়ান ডিফেন্ডার জর্জো কিয়েলিনির কাঁধে কামড়ই দিয়ে বসেন তিনি। এরপর তাকে চার মাস নিষিদ্ধ করেছে ফিফা।

তারপরই বার্সেলোনা লিভারপুল থেকে সুয়ারেজকে কেড়ে নিয়েছে। তবে ইংলিশ ক্লাবটির মধ্যে তেমন উদ্বেগ নেই! গত মৌসুমে এই সুয়ারেজে ভর করেই তো অল রেডরা প্রিমিয়ার শিরোপার স্বপ্ন দেখেছিল। অতীতকে কেউ মনে রাখে না! লিভারপুল তা-ই করল। ক্লাবটির মালিক জন হেনরি স্রেফ জানিয়ে দিলেন, সুয়ারেজকে ছাড়াই লিভারপুল শক্তিশালী!

বিশ্বকাপ শেষে পাঁচ বছরের চুক্তিতে আসন্ন মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছেন সুয়ারেজ। স্প্যানিশ গণমাধ্যমের দাবি, উরুগুয়ের স্ট্রাইকারকে দলে নিতে কাতালানদের গুনতে হয়েছে ৮১ মিলিয়ন ইউরো (১০৯ মিলিয়ান মার্কিন ডলার)।

গত মৌসুমে লিভারপুলের হয়ে ৩১ গোল করে সুয়ারেজই হয়েছিলেন প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা। লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির থেকে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থান পায় লিভারপুল। তাই ২০০৯-১০ মৌসুমের পরে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে অল রেডরা।

সুয়ারেজের বিদায়ের পর লিভারপুল আফসোস করবে, এমনটাই ভাবছিলেন ফুটবলবোদ্ধারা। সেটা আর হলো কই? উল্টো হেনরি বলছেন, ‘লুইস এবং ক্লাবের উভয়ের জন্যই এটা সঠিক সময় ছিল। ক্লাবের হয়ে তার অবদান অনেক। কিন্তু একই সঙ্গে তাকে ছেড়ে দিয়েও আমরা অনেক কিছুই পেয়েছি। আমি মনে করি, সুয়ারেজকে ছাড়ার পরেও লিভারপুলের কোনো ধরনের সমস্যা হবে না।’

(ওএস/পি/জুলাই ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test