E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২০২৩ এশিয়ান ফুটবলের আয়োজক চীন

২০১৯ জুন ০৪ ২২:৪৩:৫০
২০২৩ এশিয়ান ফুটবলের আয়োজক চীন

স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালে এশিয়ান ফুটবলের আয়োজনের দায়িত্ব পেয়েছে চীন। বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান ফুটবল কনফেডারেশন-এএফসি। এনিয়ে দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে চীন। এর আগে ২০০৪ সালে এশিয়ান কাপ ফুটবলের আযোজন করেছিল দেশটি।

গত মাসে দক্ষিণ কোরিয়া এই টুর্নামেন্ট আযোজনের দ্বায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোয় আয়োজক হিসেবে চীন মোটমুটি ভাবে নিশ্চিত হয়ে যায়। প্যারিসে অনুষ্ঠিত এএফসির কংগ্রেসে চীনকে ২০২৩ সালে এশিয়ান ফুটবলের আয়োজক হিসেবে ঘোষণা দেওয়া হয়।

চীনের প্রতিনিধি ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এশিয়ান কাপের আয়োজক হতে পারাটা সম্মানজনক। আমরা প্রস্তুত সফলভাবে টুর্নামেন্ট আয়োজন করতে। সবাইকে স্বাগত জানাতে মুখিয়ে আছি।’

এশিয়ান কাপ ফুটবলে অনুষ্ঠিত ১২টি আসরের মধ্যে বাংলাদেশ শুধু মাত্র ১৯৮০ সালে একবার অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এছাড়া ১৯৭৬ ও ১৯৯৬ সালে নাম প্রত্যহার করে নেয়। বাকি আসর গুলোতে বাছাইপর্বের বাঁধা পেরুতে পারেনি।

(ওএস/পিএস/০৮ জুন, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test