E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আবারও স্বরুপে ফিরতে চায় বার্সা : ইনিয়েস্তা

২০১৪ জুলাই ২৭ ১৭:৫৩:৫৯
আবারও স্বরুপে ফিরতে চায় বার্সা : ইনিয়েস্তা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বার্সেলোনার ছয় বছরের মধ্যে গত মৌসুমটাই ব্যতিক্রম কেটেছে। স্প্যানিশ সুপার কাপ ছাড়া কোন শিরোপাই জিততে পারেনি কাতালান ক্লাবটি। তাই ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্য বার্সিলোনার সতীর্থদেরকে পরামর্শ দিলেন ক্লাবটির অভিজ্ঞ তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। বললেন সাফল্যের জন্য আবারও অতীতে ফিরে যেতে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা আবারও স্বরুপে ফিরতে চাই। সেইসঙ্গে আমাদের সমর্থকদের সুখী করতে চাই। এই মৌসুমটা আমাদের জন্য কঠিন হবে। কিন্তু আমাদের কিছু লক্ষ্য এবং পরিকল্পনা রয়েছে। যেগুলোকে বাস্তবে রুপ দিতে চাই। সেজন্য ২০০৮-০৯ মৌসুমের মতোই খেলতে চাই।’

ইনিয়েস্তা দেড় যুগ আগে বার্সিলোনার যুব দলে যোগ দেন। এরপর নিজের যোগ্যতা বলে বার্সিলোনা ‘বি’ দল থেকে সিনিয়র দলে জায়গা করে নেন তিনি। ২০০২ সালে আন্তর্জাতিক ফুটবলে বার্সিলোনার জার্সিতে অভিষেক। এর পর থেকে নিয়মিতই আলো ছড়াচ্ছেন ইনিয়েস্তা। কাতালান ক্লাবটির হয়ে ছয়টি স্প্যানিশ লা লীগার শিরোপা জিতেছেন তিনি। এছাড়া দুটি কোপা ডেলরে, ছয়টি স্প্যানিশ সুপার কাপ, দুটি করে ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপের ট্রফি ছাড়াও তিনবার ইউরোপ সেরার মুকুট পড়েছে তার দল। কিন্তু সাফল্যের পর মুদ্রার অন্য পিঠও দেখছেন তিনি। গত মৌসুমে মাত্র একটি শিরোপা জিতেছে বিশ্বফুটবলের অন্যতম সফল এই ক্লাবটি। বিশেষ করে পেপ গার্ডিওলার ক্লাব ছাড়ার পর থেকেই পথ হারিয়ে ফেলে বার্সিলোনা।

পেপ গার্ডিওলা থেকে টিটো ভিলানোভা। সাফলের দেখা পাননি ভিলানোভার উত্তরসূরী জেরার্ডো মার্টিনোও। যে কারণেই গত মৌসুমের ব্যর্থতা শেষে ছাটাই করা হয় মার্টিনোকে। কোচ হিসেবে নতুন করে নিয়োগ দেয়া হয় লুইস এনরিককে। শুধুই কী কোচ? দলে টানেন বিশ্বফুটবলের সেরা স্ট্রাইকার লুইস সুয়ারেজকেও। তার সঙ্গে আরও যোগ দেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিটিক এবং ফরাসি ডিফেন্ডার জেরেমি ম্যাথিউ। তবে দলে পরিবর্তণ হওয়া সত্বেও লক্ষ্য ঠিকই শিরোপা জেতা।

এ বিষয়ে বার্সিলোনার অধিনায়ক বলেন, ‘দলে এবার অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু উত্তেজনা এবং প্রত্যাশা আরও অনেক বেড়ে গেছে। তবে লক্ষ্য প্রতিবারের মতো এবারও শিরোপা জেতা।’ ব্রাজিল বিশ্বকাপে কামড় কান্ডের জন্য নতুন করে লাইম লাইটে আসেন উরুগুয়ের লুইস সুয়ারেজ। এরপর তাকেই লিভারপুলের কাছ থেকে কিনে নিয়ে আসে কাতালান ক্লাবটি। তবে বার্সিলোনার প্লেমেকার আন্দ্রেস ইনিয়েস্তা বলেন, ‘বিশ্বফুটবলে অন্যতম সেরা একজন স্ট্রাইকার সে। বার্সিলোনার জন্য বর্তমান এবং ভবির্ষতে এই চুক্তিস্বাক্ষর ব্যাপকভাবে ভুমিকা রাখবে বলেই আমি মনে করি।’

(ওএস/পি/জুলাই ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test