E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০১৯ জুন ১৭ ১৫:২৯:৩৮
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে এর আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে চারবার। একবারও জয় নেই বাংলাদেশের। সর্বশেষ ২০১১ সালে ঘরের মাঠে এই ক্যারিবীয়দের কাছেই ৫৮ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবেছিল বাংলাদেশ। যদিও এবার শক্তি এবং সামর্থ্যে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে অনেক এগিয়ে বাংলাদেশই।

সেই এগিয়ে থাকার কারণেই এবার টাইগারদের কাছে সমর্থকদের প্রত্যাশাটা বেশি। টনটনে আজ কি মাশরাফিরা পারবেন সেই প্রত্যাশা পূরণ করতে? সে প্রশ্নের উত্তর জানা যাবে ম্যাচ শেষে।

তবে শুরুতেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডারকে।

টস হেরে ব্যাট করার সুযোগ পেয়ে এটাও খুব একটা খারাপ বলছেন না ক্যারিবীয় অধিনায়ক। তিনি বলেন, ‘টস হেরে প্রথমে ব্যাট করাটা খারাপ কিছু নয়। যদিও টস জিতলে আমরাও বোলিং নিতাম। তবে আমাদের সামনে সুযোগ রয়েছে রান বেশি তোলার। প্রথম ১০ ওভারেই লড়াইটা করে ফেলতে হবে আপনাকে। ম্যাচে কি চান, এই ১০ ওভারেই সব ঠিক হয়ে যাবে হয়তো।’

মাশরাফি বলেন, ‘গত চার-পাঁচদিন যাবত আমরা কঠোর পরিশ্রম করেছি। সুতরাং, দলের খেলোয়াড়রা সবাই পুরোপুরি প্রস্তুত এবং দারুণ উজ্জীবিত।’

বাংলাদেশ একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার,সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ,মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রিস গেইল, এভিন লুইস, সাই হোপ, ডারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, শেলডন কটরেল, ওশানে থমাস, শ্যানন গ্যাব্রিয়েল।

(ওএস/এসপি/জুন ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test