E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২০১৯ জুন ২০ ১৫:৫৬:৫৩
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : বাঁচা-মরার ম্যাচ না হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। কেননা বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে বেশ ভালোভাবে টিকে থাকতে হলে এ ম্যাচ জেতা চাই বাংলাদেশের। এ ছাড়া ১৪ বছর ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে না জেতার আক্ষেপও কমানোর সুযোগ রয়েছে টাইগার ক্রিকেটারদের সামনে।

এমন লক্ষ্য সামনে নিয়েই আজ নটিংহ্যামের ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে টিম বাংলাদেশ। শুরুতেই অসি অধিনায়ক অ্যারোন ফিঞ্চের সঙ্গে টস করতে নেমে হারতে হলো বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। উইকেট অনেকটাই ব্যাটিং বান্ধব। এ কারণে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অসি অধিনায়ক। ফিল্ডিং করতে নামতে হচ্ছে বাংলাদেশকে।

টস জিতলে বাংলাদেশও প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিত বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কারণ, এটা খুব ভালো উইকেট (ব্যাটিংয়ের জন্য)। তবে রান তাড়া করতেও বাংলাদেশ বেশ সক্ষম বলে জানান মাশরাফি। তিনি বলেন, ‘টস জিতলে আমরাও ব্যাটিং নিতাম। কারণ এটা খুব ভালো উইকেট। তবে, গত কিছুদিন ধরে রান তাড়া করতে করতেও আমরা অভিজ্ঞ হয়ে গেছি।’

দলের খেলোয়াড়রা সবাই খুব আত্মবিশ্বাসী জানিয়ে মাশরাফি বলেন, ‘গত ম্যাচে বড় রান তাড়া করে জিততে পারার কারণে দলের সবাই খুব আত্মবিশ্বাসী। দলে দুটি পরিবর্তন আনতে হচ্ছে। পিঠের ইনজুরির কারণে সাইফুদ্দিন খেলতে পারছে না। এছাড়া কাঁধের ইনজুরির কারণে দলে নেই মোসাদ্দেকও। তাদের পরিবর্তে খেলতে নামছে রুবেল হোসেন এবং সাব্বির রহমান।’

তিন পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে অস্ট্রেলিয়াও। শন মার্শ, বেহরেনড্রফ এবং রিচার্ডসনকে বসিয়ে রেখে দলে ফেরানো হয়েছে মার্কাস স্টইনিজ, কুল্টার নেইল এবং অ্যাডাম জাম্পাকে।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

(ওএস/এসপি/জুন ২০, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test