E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টসে জিতে ব্যাটিংয়ে ভারত

২০১৯ জুন ২৭ ১৬:৩৪:৫৮
টসে জিতে ব্যাটিংয়ে ভারত

স্পোর্টস ডেস্ক : জয় পেলেই সেমিফাইনালের রাস্তা পরিষ্কার- এমন সমীকরণ নিয়েই আজ (বৃহস্পতিবার) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলছে ভারত। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

পিচ রিপোর্ট থেকে আগেই জানা গেছে, ওল্ড ট্রাফোর্ডে আগে অনুষ্ঠিত হওয়া ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড ম্যাচের পিচই থাকছে আজ। টসে জয়ী দল ব্যাটিং বেছে নেবে।

সেটাই করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টসে জিতে তিনি ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন। নিজেরা নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

ক্যারিবীয়দের বিপক্ষে এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারতীয় দল। মোহাম্মদ শামিকে বাদ দিয়ে ইনজুরি ফেরত ভুবনেশ্বর কুমারকে একাদশে নেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত শামিতেই আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট।

অন্যদিকে একাদশে দুটি পরিবর্তন এনেছেন ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার এভিন লুইসের পরিবর্তে একাদশে ঢুকেছেন সুনিল অ্যামব্রিস। অ্যাশলে নার্সের পরিবর্তে একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন ফ্যাবিয়ান অ্যালান।

ভারত একাদশ

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, ইয়ুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ

ক্রিস গেইল, সুনিল অ্যামব্রিস, সাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, কেমার রোচ, ওশানে থমাস।

(ওএস/এসপি/জুন ২৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test