E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ইন্টারভিউ দিতে ঢাকায় দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ

২০১৯ আগস্ট ০৭ ১৬:৩৫:৪১
ইন্টারভিউ দিতে ঢাকায় দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ

স্পোর্টস ডেস্ক : সবার চোখ চণ্ডিকা হাথুরুসিংহের দিকে। আগে থেকেই শোনা যাচ্ছিল এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড তাকে পদচ্যুত করায় হাথুরুসিংহের কথাই উচ্চারিত হচ্ছিল বেশি।

কিন্তু সর্বশেষ খবর, বিসিবি হয়তো এখন অন্য কারো কথা ভাবছে। তিনি হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গো। দক্ষিণ আফ্রিকান এ ক্রিকেট ব্যক্তিত্বকে টাইগারদের কোচ হিসেবে পেতে চাচ্ছে বিসিবি।

শুধু চাওয়া পাওয়া নয়। তার সাথে কথাবার্তা বলে খানিকটা এগিয়েও গেছে বোর্ড। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের হেড কোচ পদে সাক্ষাৎকার দিতে রাজধানীতে এসে পৌঁছান ডোমিঙ্গো।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, আজ সকালে ঢাকা এসেছেন এ দক্ষিণ আফ্রিকান। কাল বৃহস্পতিবার রাতে ফিরে যাবেন।

আজ দুপুরের পর বেলা আড়াইটার দিকে তাকে ধানমন্ডির বেক্সিমকো অফিসে দেখা গেছে। বলার অপেক্ষা রাখে না, ‘বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপন সেখানেই অফিস করেন।’

বিসিবি এখনো বিষয়টা গোপন রাখতে চাচ্ছে। বোর্ড কর্মকর্তাদেরও কেউ এ নিয়ে একটিও আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে বিসিবি বিগ বস ৭২ ঘণ্টা আগে বলেছেন, ৭ থেকে ১০ দিনের মধ্যে কোচ ইস্যুর সমাধান হয়ে যাবে। আমরা ১০ দিনের মধ্যে কোচ নিয়োগের কাজ সেরে ফেলবো। এমনকি একদিন আগে বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছিলেন, শিগগিরই কোচ পেতে যাচ্ছে বাংলাদেশ দল।

এখন বোঝা যাচ্ছে ডোমিঙ্গোর সাথে আলাপ আলোচনা এগুনো এবং তাকে ইন্টারভিউতে ডাকার সব বন্দোবস্ত করেই বিসিবির শীর্ষ কর্মকর্তারা এসব কথা বলেছিলেন।

প্রসঙ্গত রাসেল ডোমিঙ্গো ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ। ২০১৩ সালে গ্যারি কারস্টেনের স্থলাভিষিক্ত হিসেবে দক্ষিণ আফ্রিকার হোস হিসেবে দায়িত্ব নেন। ২০১৭ সাল পর্যন্ত পালন করেন প্রোটিয়াদের কোচের দায়িত্ব।

(ওএস/এসপি/আগস্ট ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test