E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১০৬ রানে ভারতকে আটকে দিল বাংলাদেশের যুবারা

২০১৯ সেপ্টেম্বর ১৪ ১৪:৪৯:২১
১০৬ রানে ভারতকে আটকে দিল বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কায় কি নতুন ইতিহাস গড়তে পারবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল? কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের আক্রমাণাত্মক বোলিংয়ের সামনে ৩২.৪ ওভারেই মাত্র ১০৬ রানে অলআউট হয়ে গেছে শক্তিশালী ভারত।

টস হেরেছিল বাংলাদেশ। তাতে কি, ম্যাচ শেষে জয়টাই মূল কথা। সে লক্ষ্য নিয়েই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়াই করে যাচ্ছে আকবর আলি অ্যান্ড কোং। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই যুবাদের সাঁড়াশি বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে ভারতের যুব ক্রিকেটাররা। পড়ে দারুণ ব্যাটিং বিপর্যয়ে। শেষ পর্যন্ত সেই বিপর্যয় থেকে বেরিয়ে আসতে পারেনি তারা।

টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের মুখে খেই হারিয়ে ফেলে ভারতের ব্যাটসম্যানরা। ইনিংসের তৃতীয় ওভারেই ভারতীয় ইনিংসে আঘাত হানে বাংলাদেশের বোলাররা। পেসার তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে আকবর আলির হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফিরে যান ভারতীয় ওপেনার অর্জুন আজাদ।

এরপর মাঠে নেমে দাঁড়াতেই পারেনি তিলক ভার্মা। মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভারতের অন্যতম সম্ভাবনাময়ী এই ব্যাটসম্যান। নামের পাশে লিখেছেন কেবল ২ রান।

দলীয় ৮ রানের মাথায় পতন ঘটে তৃতীয় উইকেটের। ওপেনার সুভেদ পারকার মাত্র ৪ রানেই ফিরে যান রানআউটের খাঁড়ায় কাটা পড়ে।

এরপর অধিনায়ক ধ্রুব জুরেল এবং সাসওয়াত রাওয়াত মিলে জুটি গড়ার চেষ্টা করেন। ৪৫ রানের জুটি গড়ার পর আঘাত হানেন অফ স্পিনার শামীম হোসেন। এলবিডব্লিউর শিকার করেন তিনি রাওয়াতকে। ১৯ রান করে ফিরে যান ভারতের মিডল অর্ডার এই ব্যাটসম্যান। একই ওভারে এক বলের ব্যবধানে মাঠে নেমেই শূন্য রানে ফিরে যান বরুন লেভান্ডে।

৫৩ রানে ৫ম উইকেট পড়ার পর ৬ষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক জুরেল আর অথর্ভ আনকোলেকার মিলে চেষ্টা করে বিপর্যয় কাটিয়ে ওঠার। কিন্তু আবারও রানআউটের খাঁড়ায় পড়তে হলো ভারতকে। মাহমুদুল হাসান জয়ের সরাসরি থ্রোতে দলীয় ৬১ রানের মাথায় রানআউট হয়ে ফিরে যান আনকোলেকার। করলেন মাত্র ২ রান।

৬২ রানের মাথায় ফিরে গেলেন বাংলাদেশের সামনে ভয়ঙ্কর হয়ে ওঠা অধিনায়ক ধ্রুব জুরেল। ৫৭ বল খেলে তিনি করেন ৩২ রান। কিন্তু দলীয় ৬২ রানের মাথায় শামীম হোসেনের বলে মৃত্যুঞ্জয় চৌধুরীর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভারত অধিনায়ক।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test