E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘টাকালোভী নেইমার, মেসির কাছে চলে যাও’

২০১৯ সেপ্টেম্বর ১৫ ১৫:৪০:৪৩
‘টাকালোভী নেইমার, মেসির কাছে চলে যাও’

স্পোর্টস ডেস্ক : দলবদল বিষয়ক ঝামেলার কারণে প্রথম চার ম্যাচে মাঠে নামতে পারেননি নেইমার জুনিয়র। সে চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতলেও, একটিতে হেরে গিয়েছিল প্যারিস সেইন্ট জার্মেই। ড্র করতে বসেছিল পঞ্চম ম্যাচে।

তবে তাদের উদ্ধার করেছেন মৌসুমে প্রথমবারের মতো মাঠে নামা নেইমার। অতিরিক্ত যোগ করা সময়ে অসাধারণ এক বাইসাইকেল কিকে গোল করে দলকে ১-০ গোলের জয় পাইয়ে দিয়েছেন এ ব্রাজিলিয়ান তারকা। তবু সারা ম্যাচজুড়েই তাকে শুনতে হয়েছে দর্শকদের দুয়ো।

চলতি মৌসুম শুরুর আগে পিএসজি ছেড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছিলো নেইমারের ব্যাপারে। শেষপর্যন্ত এ চুক্তি আলোর মুখ দেখেনি। তবে নেইমারের ক্লাব ছাড়ার সিদ্ধান্ত একদমই মানতে পারেননি পিএসজির সমর্থকরা।

তাই তো শনিবার রাতে নেইমার মাঠে নামতে শুরু হয় দুয়োর ঝড়। তার পায়ে বল গেলে, শট নিলে কিংবা কর্ণার করতে গেলেই শুনতে হয়েছে দুয়ো। এমনকি পিএসজির বিশেষ সমর্থকগোষ্ঠি ‘পিএসজি আলট্রাস’ বিশাল এক ব্যানারে লিখে এনেছিল, ‘২০ মিলিয়ন ইউরো খরচ করে মেসির কাছে চলে যাও, প্যারিসে কোনো টাকালোভী দরকার নেই।’

এসবকিছু সহ্য করেই সারা ম্যাচ খেলেছেন নেইমার। তবে ম্যাচ শেষে এগুলোকে পাত্তা না দিয়ে বরং দলের জয়টাই বেশি উপভোগ করার কথা জানান তিনি। নেইমারের ভাষ্য, ‘এবারই প্রথম না যে সবাই আমাকে দুয়ো দিচ্ছে। তবে এটা ভেবে মন খারাপ হচ্ছে যে, সামনের সবগুলো ম্যাচই আমার এমন পরিস্থিতির মধ্য দিয়ে খেলতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমি শুরুতেই পরিষ্কার জানিয়েছিলাম যে, আমি সমর্থক বা পিএসজি ক্লাবের বিপক্ষে নই। সবাই জানতো যে আমি ক্লাব ছাড়তে চাই। আমি স্ববিস্তরে ব্যাখ্যায় যাচ্ছি না। এখন সামনে তাকানোর সময়। আমি বর্তমানে পিএসজির খেলোয়াড় এবং এ দলের জন্য মাঠে আমি সবকিছু করতে রাজি।’

এদিকে মাঠে ফিরলেও, আবার বাইরে বসতে হবে নেইমারকে। আগামী বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলতে নামবে পিএসজি। কিন্তু নিষেধাজ্ঞার কারণে সে ম্যাচটি খেলতে পারবেন না নেইমার। তিন ম্যাচের শাস্তি থাকায়, চ্যাম্পিয়নস লিগে পিএসজির পরের দুই ম্যাচেও খেলা হবে না নেইমারের।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test