E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জাপানেও নেইমারের ব্যপক জনপ্রিয়তা

২০১৪ আগস্ট ০২ ১৪:১২:৪৫
জাপানেও নেইমারের ব্যপক জনপ্রিয়তা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : ব্রাজিলে বেশ জনপ্রিয় নেইমার দ্য সিলভা। রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ডে তার ছবি শোভা পায়। তিন বছর বয়সী শিশুও নেইমারের মতো হওয়ার স্বপ্ন দেখে। শুধু দেশে নয়, দেশের বাইরেও নেইমারের জনপ্রিয়তা রয়েছে। কিন্তু এতটা যে জনপ্রিয়তা রয়েছে, সেটা হয়তো নেইমার আগে ধারণা করতে পারেননি।

একটি স্পনসরশিপ উদ্বোধন করতে নেইমার গিয়েছিলেন এশিয়ার দেশ জাপানে। সেখানে তার পৌঁছানোর সময় থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত তাকে নিয়ে জাপানি সমর্থকদের যে ক্রেজ দেখেছেন, তাতে রীতিমতো মুগ্ধ তিনি।

শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত নেইমারকে দেখতে রাস্তায় বেরিয়ে পড়েন। কেউ কেউ নেইমারের জার্সি পরেছে। কেউ নেইমারের ক্যাপ। কেউ বা ভালোবাসার চিহ্নের মধ্যে নেইমারের নাম লিখে নিয়ে এসেছে। নেইমারের অটোগ্রাফ নেওয়ার সময় পরিস্থিতি মোকাবিলা করতে হিমশিম খেতে হয়েছে নিরাপত্তারক্ষীদের। নেইমারকে নিয়ে তাদের যে উৎসাহ-উদ্দীপনা, চোখে না দেখলে বিশ্বাস করার মতো নয়।

জাপান ছেড়ে চলে আসার সময় নেইমার বলেন, ‘ধন্যবাদ জাপান।’

২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েন নেইমার। যে ইনজুরির কারণে ২০১৪ বিশ্বকাপই শেষ হয়ে যায় নেইমারের । পরে জার্মানির কাছে সেমিফাইনালে ৭-১ গোলে হেরে ব্রাজিল বিদায় নেয় বিশ্বকাপ থেকে। জাপান ছাড়ার আগে সাংবাদিকদের নেইমার জানিয়েছেন, ইনজুরির সমস্যা কাটিয়ে উঠেছেন তিনি।

(ওএস/পি/অাগস্ট ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test