E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লিভারপুলের জয়ের নায়ক সালাহ

২০১৯ অক্টোবর ০৩ ১৫:৩৯:৩২
লিভারপুলের জয়ের নায়ক সালাহ

স্পোর্টস ডেস্ক : লিভারপুল ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটছে । তবে চ্যাম্পিয়নস লিগে শুরুটা তেমন ভালো হয়নি তাদের। অলরেডরা নিজেদের প্রথম ম্যাচে নাপোলির কাছে হেরে যান । ফলে এ ম্যাচে ইউরোপসেরা টুর্নামেন্টে টিকে থাকতে হলে  জয়ের বিকল্প ছিল না তাদের। সেই যাত্রায় উতরে গেলেন মোহামেদ সালাহ, সাদিও মানেরা।

কষ্টার্জিত জয়ের ম্যাচে শুরুতে দারুণ ছন্দে দেখা গেছে লিভারপুলকে। বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরুটা শুভ করেন তারা। ম্যাচের ৯ মিনিটে মানের গোলে লিড নেন স্বাগতিকরা। তাকে গোলে সহায়তা করেন নাম্বার নাইন রর্বাতো ফিরমিনো। এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে লিভারপুল। তাদের কণ্ঠে ঝরে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেয়ার প্রত্যয়। ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ২৫ মিনিটে নিশানাভেদ করেন রবার্টসন। আর ৩৬ মিনেটে সালাহ স্কোরলাইন ৩-০ করলে বড় জয়ের স্বপ্ন দেখেন সমর্থকরা।

কিন্তু না! ঠিক এর পরই ঘুম ভাঙে সলসবার্গের। ৩৯ মিনিটে এক গোল শোধ দেন তারা। ফলে লিভারপুলের জাল কাঁপানো যায়, এ আত্মবিশ্বাস নিয়ে প্রথমার্ধ শেষ করে অস্ট্রিয়ান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে চলে তাদের মূল শো। ৫৬ মিনিটে ব্যবধান কমিয়ে ৩-২ করে ফেলেন মিনামিনো। ২ মিনিট পর আবার রেডদের গোলরক্ষক আদ্রিয়ানোর গ্লাভস ফাঁকি দেয় বল। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। যদিও রেফারির ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আছে।

তবে ছেড়ে দেয়ার পাত্র নয় সলসবার্গ। ৬০ মিনিটে হ্যালান্ডের গোলে সমতায় ফেরেন তারা। ফলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দলটি। কিন্তু সেটা ভেস্তে দেন সালাহ। ৬৯ মিনিটে দলের হয়ে জয়সূচক গোল করেন তিনি। তাকে অ্যাসিস্ট করেন ফিরমিনো। ব্রাজিল স্ট্রাইকার গোল করতে না পারলেও দলের জয়ে দুই গোলে সহায়তা করেন।

(ওএস/এসপি/অক্টোবর ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test