E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৌরভের মুখে বাংলাদেশের প্রশংসা

২০১৯ নভেম্বর ০৪ ১৪:৪৮:২০
সৌরভের মুখে বাংলাদেশের প্রশংসা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে রোববার কি শুধুই ভারতের বিপক্ষে লড়াই করতে হয়েছিল? নিজেদের মানসিক বিধ্বস্ত অবস্থা কাটিয়ে ওঠার সঙ্গে সঙ্গে মোকাবেলা করতে হয়েছে দিল্লির মারাত্মক দূষিত পরিবেশকেও। অরুণ জেটলি স্টেডিয়ামে নিছকই একটা ক্রিকেট ম্যাচ ছিল না। ছিল বিষাক্ত বায়ু, দূষিত পরিবেশের সঙ্গে লড়াই। সব কিছু জয় করে মাঠে নামার পর বিজয়ীর মুকুট পরলো বাংলাদেশই। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও তাই ম্যাচ শেষে প্রশংসা করলেন বাংলাদেশের।

দিল্লির কঠিন পরিস্থিতিতে নিঃসন্দেহে রীতিমতো উদ্বেগে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)। রবিবার ম্যাচ শেষ হতেই তাই চলে এল নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির টুইট। যেখানে সৌরভ লিখলেন, ‘কঠিন পরিস্থিতির মধ্যে এই ম্যাচটা খেলার জন্য দুই দলকেই ধন্যবাদ। একইসঙ্গে বাংলাদেশ, খুবই ভাল খেলেছ।’

ভারত সফরে আসার আগেই তীব্র ডামাডোলের মধ্যে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট। আইসিসির শাস্তির কোপে পড়ে নিষিদ্ধ সাকিব আল হাসান। খেলতে যাননি তামিম ইকবালও। ইনজুরির কারণে নেই সাইফউদ্দিন। তবুও ভারতকে নিজেদের সামনে দাঁড়াতে দিলো না মাহমুদউল্লাহ রিয়াদের দল।

দিল্লির বায়ুদূষণকে উপেক্ষা করেও রবিবার অরুন জেটলি স্টেডিয়ামের (সাবেক ফিরোজ শাহ কোটলা) গ্যালারি ছিল দর্শকে ঠাসা। কিন্তু তারাও ফিরলেন এক রাশ হতাশা নিয়ে। ভারত অধিনায়ক রোহিত শর্মা হারের জন্য যে কারণে দায়ী করছেন অনভিজ্ঞতা আর ফিল্ডিং ব্যর্থতাকে। তিনি বলেছেন, ‘এই রানেও ম্যাচ জেতা উচিত ছিল; কিন্তু ফিল্ডিংয়ের সময় আমরা যে ভুল করলাম, তার খেসারত দিতে হল।’

ভারতের ভারপ্রাপ্ত অধিনায়কের কথায়, ‘আমাদের দলটা একটু অনভিজ্ঞ। যেটা মাঠে ধরা পড়েছে। আশা করব, এই ভুল থেকে শিক্ষা নিতে পারবে দল।’

নিজেদের ভুলের কথা জানালেও বাংলাদেশের প্রশংসা করছেন রোহিত। তিনি বলেন, ‘বাংলাদেশের কৃতিত্বকে একটুও খাটো করলে চলবে না। আমাদের ব্যাটিংয়ের সময় শুরু থেকেই চাপ তৈরি করে গিয়েছিল তাদের বোলাররা।’

(ওএস/এসপি/নভেম্বর ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test