E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আপাতত কিছুই হচ্ছে না লোকমানের!

২০১৯ নভেম্বর ০৬ ১৭:৩৩:২৫
আপাতত কিছুই হচ্ছে না লোকমানের!

স্টাফ রিপোর্টার : ক্যাসিনো কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত প্রায় সবারই দেশের প্রচলিত আইনে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদেরই একজন লোকমান হোসেন ভূঁইয়া এখন কারা অন্তরীণ। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনো তাকে পরিচালক পদে বহাল রেখেছে।

এ নিয়ে অনেক কথাবার্তা। রাজ্যের সমালোচনা। বিসিবি তথা বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও দাবি করছে ক্রিকেট মহল। সামাজিক মাধ্যমেও ক্যাসিনো কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত লোকমান হোসেন ভূঁইয়ার বিসিবিতে থাকার বিষয়টা হচ্ছে সমালোচিত।

লোকমান হোসেন ভূঁইয়া ইস্যু বিসিবির অভ্যন্তরেও ফেলেছে বেশ সাড়া। তার বোর্ড পরিচালক পদে থাকায় খানিক বিব্রত অন্য বোর্ড কর্তারাও। মাত্র ৪৮ ঘন্টা জানা গিয়েছিল, লোকমান হোসেনকে সাময়িকভাবে বিসিবির পরিচালক পদ থেকে সরিয়ে দেয়ার চিন্তা ভাবনা চলছে। তাকে সাময়িকভাবে বহিষ্কারের জোর সম্ভাবনাও ছিল। জানা গিয়েছিল, বোর্ড নীতিগতভাবে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

বোর্ডে এমন গুঞ্জন শোনা গেলেও আপাতত কিছুই হচ্ছে না লোকমান হোসেন ভূঁইয়ার। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন আজ বুধবার বিকেলে বিসিবিতে উপস্থিত সাংবাদিকদের সামনে সোজা-সাপটা জানিয়ে দিয়েছেন, ‘আইসিসি অনুমোদিত বিসিবির বর্তমান গঠনতন্ত্রে লোকমান হোসেন ভুঁইয়া ইস্যুতে এখনই কিছু করার নেই। তার ব্যাপারে কোন রকম কড়া সিদ্ধান্ত নেয়ার ক্ষমতাও বিসিবির নেই।’

নাজমুল হোসেন পাপন বলেন, ‘আমাদের হাতে যে গঠনতন্ত্র আছে, তাতে একজন কাউন্সিলরকেও হঠাৎ বাদ দেয়ার ক্ষমতা নেই। সেখানে লোকমান হোসেন একজন নির্বাচিত পরিচালক। তার বিপক্ষে সিদ্ধান্ত নিতে হলে আমাদের অপেক্ষা করতে হবে। আইসিসির সাথে কথা বলে কি করা যায়? তা জেনে সিদ্ধান্ত নিতে হবে। মোট কথা, এখনই কিছু করা সম্ভব হচ্ছে না।’

(ওএস/এসপি/নভেম্বর ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test