E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

বিপিএল শুরুর নতুন তারিখ ঘোষণা

২০১৯ নভেম্বর ০৬ ১৮:০২:৫২
বিপিএল শুরুর নতুন তারিখ ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বিপিএল ৫দিন পিছিয়ে যাচ্ছে, এটা আগেই গণমাধ্যমে জানানো হয়েছে । বিপিএল গভর্নিং কাউন্সিলের সোর্স থেকেই জানা গিয়েছিল, ৫ দিন পিছিয়ে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে ৮ ডিসেম্বর। আগের তারিখ ছিল ৩ ডিসেম্বর।

মঙ্গলবার জানা গেছে, বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। ৮ ডিসেম্বরই অনুষ্ঠিত হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। তবে তখনও জানা যায়নি, বিপিএলের উদ্বোধন ৮ তারিখ হলে, শুরু হবে কত তারিখ থেকে।

অবশেষে জানা গেছে, বিপিএলের সপ্তম আসর শুরুর তারিখ। ১১ ডিসেম্বর থেকে শুরু হবে জমজমাট বিপিএলের আসর। বিপিএল শুরুর পুরনো তারিখ ছিল ৬ ডিসেম্বর। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ মিরপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

শুধু শুরুর তারিখই নয়, বিপিএলের প্লেয়ার্স ড্রাফট কবে হবে, সেটা নিয়েও ছিল ধোঁয়াশা। নির্ধারিত তারিখ ছিল ১২ নভেম্বর। মঙ্গলবার গুঞ্জন ছড়িয়ে পড়ে, ৩দিন পিছিয়ে ১৫ নভেম্বর অনুষ্ঠিত হতে পারে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। কিন্তু সে সম্ভাবনা ছিল ক্ষীণ। কারণ, ১৪ নভেম্বর ভারতের বিপক্ষে শুরু হওয়ার কথা প্রথম টেস্ট। বাংলাদেশের টেস্ট ম্যাচ চলাকালীন প্লেয়ার্স ড্রাফট আয়োজন করা হবে কি না তা নিয়ে সংশয় দেখা দেয়।

অবশেষে আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। আজ বিকেলে বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকেই এই সিদ্ধান্ত নেয়া হয়।

এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে বিপিএল আয়োজন করা হচ্ছে। এবার কোনো ফ্রাঞ্চাইজি নেই। বিপিএলের আয়োজন এবং দল ব্যবস্থাপনা সবই করবে বিসিবি। বঙ্গবন্ধুর জন্মশতাবর্ষিকী উপলক্ষে এবারের টুর্নামেন্টের নামকরণ করা হচ্ছে বঙ্গবন্ধু বিপিএল নামে।

(ওএস/এসপি/নভেম্বর ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

২০ অক্টোবর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test