E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফুটবলারদের উদ্দেশে কাজী সালাউদ্দিন

শতভাগ দাও, নয়তো চলে যাও

২০১৪ আগস্ট ০৪ ১২:৪৯:৩৭
শতভাগ দাও, নয়তো চলে যাও

ক্রীড়া প্রতিবেদক : ‘আমি তোমাদের ভালো খবর শোনাতে আসিনি। আমি খারাপ সংবাদ দিতে এসেছি। তোমরা চাইলে ভালো খবর দিতে পার। তোমরা তোমাদের শতভাগ দাও, নয়তো চলে যাও। আমি বলছি না এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হতে হবে। তোমাদের শতভাগ খেলাটা আমি আশা করছি।’ রবিবার এশিয়ান গেমসের ফুটবল ক্যাম্প শুরুর আগে ফুটবলারদের উদ্দেশে এমন কথাই বলেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রাথমিক দলে ডাক পাওয়া ফুটবলারদের দুদলে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলার মাধ্যমে শুরু হয়ে গেছে এশিয়ান গেমসের অনুশীলন ক্যাম্প। এর আগে বাফুফের ভবনে ছিল ডাক পাওয়া ফুটবলারদের রিপোর্টিং। ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়া ও অধিনায়ক মামুনুল ছাড়া সবাই রিপোর্ট করেছেন দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে। দুদিন আগে মামুনুলের চাচা মারা যাওয়ায় রিপোর্ট করেননি অধিনায়ক মামুনুল। এ ঘটনায় দারুণ চটেছেন বাফুফের সভাপতি।

নিজের খেলোয়াড়ি জীবনের উদাহরণ টেনে খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেছেন, ‘মামুনুল আসেনি, কারণ তার চাচা মারা গেছেন। এটা কোনো কারণ হতে পারে না। মনে রাখতে হবে এটা জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। তোমাদের একটা ঘটনা বলি, ১৯৯৪ সালে শুক্রবার আমার বাবার জানাজা শেষে আমি বাড়ি ফিরেছি। পরে জামা বদলে অনুশীলনে চলে গেছি। এ ঘটনা সবাই জানে। নিজের কাজের প্রতি মনোযোগী হতে হবে। মনে রাখতে হবে তোমরা দেশের জন্য খেলছ।’ তিনি আরও বলেন, ‘তোমরাই এ দেশের ফুটবল বাঁচিয়ে রাখতে পারবে। ভবিষ্যত্ প্রজন্মের জন্য শতভাগ দাও।’


নেপালে অনুষ্ঠিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদাহরণ টেনে তিনি বলেন, ‘গত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগে ফুটবলাররা যা চেয়েছে তাই দিতে চেষ্টা করেছি। যাওয়ার আগের দিন খেলোয়াড়দের পকেট মানি হিসেবে ১০ হাজার করে টাকা দেয়ার কথা ছিল। টাকার পরিমাণটা কম থাকায় তাদের ৫ হাজার করে দিতে বলেছিলাম আমি। পরে নেপাল গিয়ে পুরোটা দেয়ার কথা ছিল। কিন্তু অনেক ফুটবলারই ৫ হাজার টাকা নিতে রাজি হয়নি, টাকা ফেলে গিয়েছিল। তখনই আমি বলেছিলাম এই দলের কোনো রেজাল্ট হবে না। কী লাভ হয়েছে তাদের পেছনে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে? অনেক কষ্ট পেয়েছিলাম আমি।’ তিনি আরও বলেন, ‘আমি আবারও বলছি, যদি শতভাগ দিতে পার তাহলে খেল, না হলে খেলার দরকার নেই। অসুস্থতা কিংবা অন্য কোনো অজুহাত দেখিয়ে চলে যাও।’

এদিকে এবারের এশিয়ান গেমসে ভালো একটা ফল আশা করছেন জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। তিনি বলেছেন, ‘প্রস্তুতির জন্য আমরা ৪৫ দিন সময় পাব। অনূর্ধ্ব-২৩ দল। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। এ দলটি নিয়ে এখনই কিছু বলতে পারব না। সভাপতি খেলোয়াড়দের কাছ থেকে শতভাগ চেয়েছেন। আমিও এটাই চাচ্ছি। এ দেশের ফুটবল একটা ছোট কর্নারে রয়েছে। এখান থেকে বের হতে চাচ্ছি। এটাই সুযোগ নিজেদের প্রমাণ করার। এশিয়ান গেমসে ভালো কিছুর আশা করছি আমি।’

(ওএস/এইচআর/আগস্ট ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test