E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ক্যারিয়ার সেরা বোলিংয়ে রুবেলের ৭ উইকেট

২০১৯ নভেম্বর ১১ ১৪:৪১:১৩
ক্যারিয়ার সেরা বোলিংয়ে রুবেলের ৭ উইকেট

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের বাইরে রয়েছেন সবশেষ শ্রীলঙ্কা সফরের পর থেকে। তাকে ছাড়াই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ এবং ভারত সফরের টি-টোয়েন্টি সিরিজ খেলে ফেলেছে বাংলাদেশ দল। খেলবে ভারত সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজও।

আর দলে ফেরার মিশনে নিজেকে প্রমাণ করার তাগিদে রুবেল হোসেন খেলছেন চলতি জাতীয় ক্রিকেট লিগে। যেখানে প্রথম চার রাউন্ডে তেমন কিছু করতে না পারলেও, পঞ্চম রাউন্ডে আগুন ঝরিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের বিপক্ষে।

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে হওয়া বৃষ্টির কারণে পঞ্চম রাউন্ডের ম্যাচে প্রথম দুই দিন খেলা হয়েছে মাত্র ১২ ওভার। দ্বিতীয় দিন শেষে বিনা উইকেটে ২৬ রান করেছিল জাতীয় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

আজ (সোমবার) ম্যাচের তৃতীয় দিন তাদের অলআউট করতে সবমিলিয়ে ৩৮.৪ ওভার খরচ করেছে রুবেলের খুলনা বিভাগ। ডানহাতি পেসার রুবেল একাই নিয়েছেন ৭টি উইকেট। আগের দিনের ২৬ রানের সঙ্গে আরও ১২৫ রান যোগ করতে পেরেছে রাজশাহী।

টেস্ট বা প্রথম শ্রেণির ক্রিকেটে আজকের আগে ইনিংসে ৫ উইকেট মাত্র ৩ বার নিতে পেরেছিলেন রুবেল। কোনোবারই পাননি ৫টির বেশি উইকেট। সেরা বোলিং ফিগার ছিলো ২২ রানে ৫ উইকেট।

সেটিকে ছাড়িয়ে ক্যারিয়ারের ৫৭তম প্রথম শ্রেণির ম্যাচে এসে প্রথমবারের মতো পেলেন ৭টি উইকেট। রুবেলের বোলিং তোপে একে একে সাজঘরে ফিরেছেন অভিষেক মিত্র, মিজানুর রহমান, সাব্বির রহমান, মুক্তার আলি, ফরহাদ রেজা, সুজন হাওলাদার ও সানজামুল ইসলাম।

রাজশাহী যখন অলআউট হয় ১৫১ রানে তখন রুবেলের বোলিং ফিগার: ১৭.৪-৪-৫১-৭! এছাড়া আব্দুর রাজ্জাক ২ ও জিয়াউর রহমান নিয়েছেন ১ উইকেট। রাজশাহীর পক্ষে ব্যাট হাতে সানজামুল ইসলাম সর্বোচ্চ ৪৮ রান করেন, মিজানুরের ব্যাট থেকে আসে ৪৩ রান।

(ওএস/এসপি/নভেম্বর ১১, ২০১৯)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test