E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

মোস্তাফিজ আমাদের জন্য হুমকি হবে : কোহলি

২০১৯ নভেম্বর ১৩ ১৬:২২:০১
মোস্তাফিজ আমাদের জন্য হুমকি হবে : কোহলি

স্পোর্টস ডেস্ক : বছর চারেক আগে ভারতের বিপক্ষে নিজের ওয়ানডে অভিষেকে যতোটা উজ্জ্বল ছিলেন মোস্তাফিজুর রহমান, চার বছরের ব্যবধানে একই দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে যেনো ঠিক ততোটাই বিবর্ণ কেটেছে তার সময়। সময়ের সঙ্গে সঙ্গে যেনো উধাও হয়ে গেছে কাটার মাস্টারের হাতের জাদু।

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে মোস্তাফিজ বোলিং করেছেন ৯.৪ ওভার, উইকেট পাননি একটিও, খরচ করেছেন ৯২ রান। তার বিপক্ষে কোনো অসুবিধাই হয়নি ভারতীয় ব্যাটসম্যানদের। ইচ্ছেমতো খেলেছেন প্রায় সবাই।

এবার বদলে গেছে ফরম্যাট, সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে খেলবে ভারত ও বাংলাদেশ। এ সিরিজের মধ্য দিয়ে প্রায় ৮ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরবেন মোস্তাফিজ। সাম্প্রতিক সময়টা ভালো না কাটলেও, ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মতে টেস্ট সিরিজে তাদের প্রধান হুমকি হবেন মোস্তাফিজই।

আজ (বুধবার) ইন্দোরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মোস্তাফিজের ব্যাপারে কোহলি বলেন, ‘সে খুব ভালো একজন বোলার। লাল বলে বেশ কিছু ম্যাচ খেলেছে। আমরা সাধারণত যাদের খেলি সব বাঁহাতি পেসারই তাদের চেয়ে আলাদা ধরনের বোলার। ওর দিকে বাড়তি মনোযোগ দিতে হবে। কারণ, আমাদের দলে না থাকায় বাঁহাতি পেসার আমরা তেমন খেলি না। এটা চ্যালেঞ্জ হবে তবে আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’

ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘এমন না আমরা বাঁহাতি পেসে গুটিয়ে যাই। তবে আমাদের জন্য এদের খেলাটা কঠিন মনে হয়। কারণ, আমরা নিয়মিত বাঁহাতি পেস খেলি না। সে আমাদের জন্য হুমকি হবে, বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে। অভিজ্ঞতা আছে তার। আইপিএলে খেলার কারণে ভারতীয় ব্যাটসম্যানদের সম্পর্কে জানে। তবে ওর বিপক্ষেও আমরা অনেক খেলেছি। আমার মনে হয়, মনোযোগ ও মনসংযোগ হবে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

এসময় কোহলি জানান বাংলাদেশকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তারা। ম্যাচ জিততে নিজেদের প্রক্রিয়া ঠিক রাখার দিকেই বেশি মনোযোগ তার। কোহলি বলেন, ‘আমার কোনো দলকে হালকাভাবে নিচ্ছি না। বাংলাদেশের কোনো বোলার বা ব্যাটসম্যানকে আমরা হালকাভাবে নিচ্ছি না। যখন ওরা ভালো খেলে তখন খুব চৌকষ দল হয়ে উঠে। ওদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রেখে এগোবো।’

(ওএস/এসপি/নভেম্বর ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

০১ অক্টোবর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test