E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

ইডেনে বাংলাদেশ-ভারত টেস্ট দেখতে হাসিনাকে মোদির চিঠি

২০১৯ নভেম্বর ১৪ ১৬:৩৩:০৫
ইডেনে বাংলাদেশ-ভারত টেস্ট দেখতে হাসিনাকে মোদির চিঠি

স্টাফ রিপোর্টার : কলকাতার ইডেন গার্ডেনে আসন্ন বাংলাদেশ-ভারতের টেস্ট ম্যাচে অতিথি হওয়ার আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ নভেম্বর এই টেস্ট শুরু হতে যাচ্ছে।

বুধবার (১৩ নভেম্বর) রাতে শেখ হাসিনাকে মোদি এ চিঠি দেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর উপলক্ষে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানেই এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ কাজ থাকায় সেদিন তিনি কলকাতায় আসতে পারবেন না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ নভেম্বর একদিনের সফরে বাংলাদেশ ও ভারতের টেস্ট খেলা দেখতে কলকাতা যাবেন প্রধানমন্ত্রী। ইডেন গার্ডেনে প্রথম দিনের খেলায় অতিথি হিসেবে থেকে তিনি সন্ধ্যায় চলে আসবেন। তবে এ সফরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে।

এর আগে ইডেন গার্ডেনে বাংলাদেশের খেলা প্রথম টেস্টকে স্মরণীয় করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।

জানা যায়, ঐতিহাসিক ইডেন গার্ডেন টেস্টে রেওয়াজ অনুযায়ী ঘণ্টা বাজাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

(ওএস/এসপি/নভেম্বর ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

০৭ আগস্ট ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test