E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পর্দা নামলো কমনওয়েলথ গেমসের

২০১৪ আগস্ট ০৪ ১৯:০৩:৫১
পর্দা নামলো কমনওয়েলথ গেমসের

স্পোর্টস ডেস্ক : রবিবার রাতে গ্লাসগোর হ্যামডেন পার্কে বর্ণিল রঙের ছটায় পর্দা নামলো ২০তম কমনওয়েলথ গেমস ক্রীড়া আসরের । ‘শাউট’- গানের যাদুতে সমাপনীর মূল কর্মকাণ্ডের সূচনা টানেন বিখ্যাত স্কটিশ গায়িকা লুলু। এ সময় প্রতিযোগীতায় অংশগ্রহণকারী অ্যাথলেটরা হর্ষ ধ্বণির মাধ্যমে স্টেডিয়াম প্রকম্পিত করে তোলেন।

এরপর ২০তম কমনওয়েলথ গেমসের স্বেচ্ছাসেবীদের কৃতজ্ঞতা জানাতে মঞ্চে ওঠে ১৯৮০ দশকের পপ গ্রুপ ডিকন বস্নু। মঞ্চে ‘ডিগনিটি’ শীর্ষক গান গান তারা।
তবে স্টেডিয়ামে উপস্থিত ক্রীড়ামোদী কিংবা টিভি সেটের সামনে বসা দর্শকরা এদিন কেবলমাত্র গানের সুরে হারিয়ে যাননি। এসব তৃষ্ণার্ত দর্শকর স্বাদ বদলের জন্য মনোমুগ্ধকর শরীরবাজির কসরতও দেখানো হয়।
এরই মাঝেই টুর্নামেন্ট আয়োজকের ব্যাটন বদলের কাজটাও সেরে নেয়া হয়। কমনওয়েলথ গেমসের পরবর্তী আয়োজক দেশ অস্ট্রেলিয়ার হাতে দায়িত্ব তুলে দিতে আমন্ত্রণ জানানো হয় দেশটির স্বনামধন্য গায়িকা ও অভিনেত্রী কাইলি মিনোগকে। যিনি বলিউডের ছবি বস্নু’তে একটি বিশেষ রোলে অভিনয় করেছিলেন। এসময় নিজের বিখ্যাত একটি গানের সুরে স্টেডিয়ামে উপস্থিত ৪০ হাজার দর্শকের হৃদয়ে ঝড় তোলেন অসি সুন্দরী।
প্রসঙ্গত, গেল ২৩ জুলাই স্কটল্যান্ডের গ্লাসগো শহরে ২০তম কমনওয়েলথ গেমস শুরু হয়। সেল্টিক পার্কে পর্দা ওঠে এই ক্রীড়াযজ্ঞের। রোববার যার সমাপ্তি হলো। এই টুর্নামেন্টটিতে ৭১টি কমনওয়েলথভূক্ত জাতি ১৭টি খেলার ২৬১টি ইভেন্টে অংশ নেয়। লড়াই করে ৮২৪টি পদকের জন্য।
(ওএস/এএস/আগস্ট ০৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test