E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অসম্ভবকে সম্ভব করে ইউনাইটেডের ঘরে শিরোপা

২০১৪ আগস্ট ০৫ ১৭:১৯:৩৭
অসম্ভবকে সম্ভব করে ইউনাইটেডের ঘরে শিরোপা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সবারই জানা স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ের পর ম্যানচেস্টার ইউনাইটেডের করুণ দশা। কোনো শিরোপা ছাড়াই মৌসুম শেষ করেছিল তারা। হারিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতাও। ফার্গির উত্তরসূরী ডেভিড ময়েসকে বরখাস্ত করা হয়। এরপর লুইস ফন গাল ম্যানইউর কোচের কুর্সিতে বসেন। এসেই চমক দেখাতে সক্ষম হয়েছেন এই ডাচ কোচ।

নিভু নিভু প্রায় ম্যানইউর ঘরে আলোকপ্রদীপ জ্বালিয়েছেন তিনি। নিস্প্রভ রুনি ফিরে পেয়েছেন হারানো ছন্দ। তার যাদুতে লিভারপুলকে ৩-১ গোলে হারিয়ে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের শিরোপা জিতেছে ম্যানইউ।

তবে মিয়ামি স্টেডিয়ামে শুভ সূচনা করেছিল লিভারপুলই। মাত্র ১৪ মিনিটে স্টিভেন জেরার্ডের গোলে এগিয়ে যায় তারা। তাই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রেন্ডন রজার্সের দল।

এরপর ম্যানইউ ঘুরে দাঁড়িয়েছে। ৫৫ মিনিটে ওয়েন রুনির গোলে সমতায় ফেরে ফন গালের দল। এর ঠিক দুই মিনিট (৫৭) পর হুয়ান মাতার গোলে এগিয়ে যায় ম্যানইউ। এরপর ম্যাচের অন্তিমলগ্নে জেসে লিনগার্ডের দুর্দান্ত এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ডেভিলসরা।

(ওএস/পি/অাগস্ট ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test