E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উইকেটের চরিত্র বদলে ব্যাকফুটে স্পিনাররা

২০১৪ আগস্ট ০৫ ১৭:৩৮:২৭
উইকেটের চরিত্র বদলে ব্যাকফুটে স্পিনাররা

স্পোর্টস ডেস্ক, ঢাকা : সবসময়ই স্পিনারদের প্রতি বাড়তি মনোযোগ থাকতো ঢাকার ক্রিকেটে। কিন্তু আগের যে কোনো সময়ের চেয়ে এবারের দলবদলে স্থানীয় স্পিনারদের ডিমান্ড কম। আগামী বছর ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ওয়ানডে বিশ্বকাপ। ওই দুই দেশের কন্ডিশনের কথা মাথায় রেখে এবার বাংলাদেশের উইকেটের চরিত্র বদলে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শেরেবাংলা, ফতুল্লা ও বিকেএসপির বেশ কয়েকটি উইকেটকে পেস বোলিং উপযোগী করার কাজ চলছে। আর এতে করেই কপাল পুড়েছে স্পিনারদের। এতকাল যারা ছিলেন ফার্স্ট চয়েজ, সেই স্পিনারদের এবার দিনকাল খারাপ। ক্লাবগুলো ব্যাটসম্যানদের পাশাপাশি দ্রুতগতির বোলারের দিকেই ঝুঁকছে। আর সে কারণে আবদুর রাজ্জাক, সোহাগ গাজী ও আরাফাত সানির মতো দেশসেরা স্পিনারদের দল পেতে কষ্ট হচ্ছে।

গতকাল সোমবার পর্যন্ত তিনজনের কারোরই দল নিশ্চিত হয়নি। ঘুরিয়ে বললে কেউ দল পাননি। যে পাঁচ দল এখন পর্যন্ত পুলের কোটা পূর্ণ করেছে সেই গাজী ট্যাংক, প্রাইম দোলেশ্বর, প্রাইম ব্যাংক, মোহামেডান ও আবাহনীতে একজন স্পেশালিস্ট স্পিনারও নেই। স্পিনারদের কম মূল্যে টানার চেষ্টায় ব্যস্ত শেখ জামাল, কলাবাগান ক্রীড়া চক্র, ব্রাদার্স ও ভিক্টোরিয়া। তাই রাজ্জাক ও আরাফাত সানির মুখ ভার। কণ্ঠে হতাশার সুর, ‘কী করব বলুন। এবার আমাদের ডিম্যান্ড কমে গেছে। এখন পর্যন্ত দল ঠিক হয়নি। কথা হচ্ছে। কিন্তু ক্লাবগুলো তুলনামূলক কম অর্থ দিতে চাচ্ছে। মোট কথা আর্থিক ক্ষতির মুখে পড়ে গেছি। বোঝাই যাচ্ছে খেলতে হবে কম টাকায়।’

(ওএস/পি/অাগস্ট ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test