E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ষসেরা ওয়ানডে ব্যাটিংয়ে মনোনীত সাকিবের বিশ্বকাপ সেঞ্চুরি

২০২০ জানুয়ারি ১৪ ১৪:০৫:১১
বর্ষসেরা ওয়ানডে ব্যাটিংয়ে মনোনীত সাকিবের বিশ্বকাপ সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপটা স্বপ্নের মতো কাটিয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ছিলেন জীবনের সেরা ফর্মে। টুর্নামেন্টের ৮ ম্যাচে ৫ ফিফটি ও ২ সেঞ্চুরিতে প্রায় ৮৭ গড়ে ৬০৬ রান করেছিলেন সাকিব। যে ম্যাচে ফিফটি পেরুতে পারেননি, সেটিতেও করেছিলেন ৪১ রান।

সবমিলিয়ে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব। সেই বিশ্বকাপের সুবাদেই উইজডেনসহ বেশ কিছু ওয়েবসাইটের ২০১৯ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশে ছিলেন তিনি। সে ধারাবাহিকতায় এবার ২০১৯ সালের বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং ইনিংসের জন্যও মনোনীত হয়েছেন সাকিব।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো বাছাই করছে ২০১৯ সালের সেরা ওয়ানডে ইনিংসগুলো। সেখানে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে ১০টি ইনিংস। এই ১০ ইনিংসের ৯টিই আবার বিশ্বকাপের। যার মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসানের ১২৪ রানের ইনিংসটিও।

মনোনীত প্রতিটি ইনিংসের ব্যাপারেই নিজেদের মূল্যায়নও জানিয়েছে ক্রিকইনফো। সাকিবের সেই ইনিংস সম্পর্কে তারা লিখেছে, ‘তিন নম্বরে ব্যাট করতে নেমে বিশ্বকাপে নিজের দ্বিতীয় সেঞ্চুরি করার মাধ্যমে বাংলাদেশকে রান তাড়া করে নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয় এনে দিয়েছিলেন সাকিব আল হাসান। পুরো ইনিংস খেলার সময় ডি/এল মেথডের ব্যাপারেও চিন্তা করতে হয়েছে।’

‘ওয়েস্ট ইন্ডিজের বোলাররা তার পাজর বরাবর বাউন্সার করছিল কিন্তু সাকিব অসামান্য দক্ষতায় সেগুলোকে পাল্টা জবাব দিয়েছিল। টন্টনের ছোট বাউন্ডারি, আন্দ্রে রাসেলের অফফর্ম এবং খানিক ভাগ্যের সহায়তায় লিটন দাসকে নিয়ে ১৮৯ রানের জুটি গড়েছিলেন সাকিব। নিজের পুরো ইনিংসে মনোমুগ্ধকর কিছু বাউন্ডারি হাঁকিয়েছিলেন সাকিব। আবার কিছু শটে অল্পের জন্য বেঁচেও গিয়েছিলেন।’

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে ব্যাটিংয়ে মনোনীত ইনিংসগুলো

১. নাথান কাউল্টান নিল (অস্ট্রেলিয়া) - ৯২ বনাম ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপ
২. শিখর ধাওয়ান (ভারত) - ১১৭ বনাম অস্ট্রেলিয়া, বিশ্বকাপ
৩. রোহিত শর্মা (ভারত) - ১৪০ বনাম পাকিস্তান, বিশ্বকাপ
৪. সাকিব আল হাসান (বাংলাদেশ) - ১২৪* বনাম ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপ
৫. শিমর হেটমায়ার (ওয়েস্ট ইন্ডিজ) - ১৩৯ বনাম ভারত, দ্বিপাক্ষিক সিরিজ
৬. কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) - ১০৬* বনাম দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপ
৭. কার্লস ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) - ১০১ বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপ
৮. বাবর আজম (পাকিস্তান) - ১০১* বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপ
৯. জনি বেয়ারস্টো (ইংল্যান্ড) - ১১১ বনাম ভারত, বিশ্বকাপ
১০. বেন স্টোকস (ইংল্যান্ড) - ৮৪ বনাম নিউজিল্যান্ড, বিশ্বকাপ ফাইনাল

(ওএস/এসপি/জানুয়ারি ১৪, ২০২০)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test