E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা : আইপিএল নিয়ে শঙ্কার কারণ দেখেন না সৌরভ

২০২০ মার্চ ০৭ ১৫:৪৪:০১
করোনা : আইপিএল নিয়ে শঙ্কার কারণ দেখেন না সৌরভ

স্পোর্টস ডেস্ক : বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বিভিন্ন দেশে বড় বড় স্পোর্টিং ইভেন্ট বাতিল করা হচ্ছে। ভারতেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত সেখানে আক্রান্তের সংখ্যা ৩১ জন। সামনের আইপিএলের কি হবে?

হাতে বেশি সময় নেই। আগামী ২৯ মার্চ মুম্বাইয়ে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। করোনা কি হুমকি হবে এই টুর্নামেন্টে? ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি তেমনটা মনে করছেন না।

সৌরভের বিশ্বাস, নির্ধারিত সময়েই হবে এবারের আইপিএল। এ ছাড়াও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হবে বলে জানান তিনি।

সৌরভ বলেন, ‘ভারতের সব মাঠেই ঠিক সময়ে হবে আইপিএল। ইংল্যান্ড এই মুহূর্তে শ্রীলঙ্কা সফরে। দক্ষিণ আফ্রিকা আসছে ভারত সফরে। সুতরাং কোনও সমস্যা নেই।’ সঙ্গে যোগ করেন, ‘কাউন্টির দলও আবুধাবি সফর করছে। সুতরাং কোনও সমস্যা নেই। প্রতিরোধমূলক সব পদক্ষেপ করা হয়েছে। অতিরিক্ত আরও কী কী করতে হবে সে ব্যাপারে মেডিক্যাল বিভাগ প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছে।’

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আরও বলেন, ‘মেডিক্যাল বিভাগ ইতিমধ্যেই হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। পরিস্থিতি ঘোরতর হলেই যাতে পেশাদার চিকিৎসকদের পরামর্শ পাওয়া যায়, সে কারণেই এই পরিকল্পনা।’

তবে সৌরভ যতই অভয়বাণী শোনান, পরিস্থিতি নিয়ে কিন্তু শঙ্কা আছেই। করোনার আক্রমণে ইতিমধ্যে বিশ্বের অনেক দেশে খেলা বন্ধ করে দেয়া হয়েছে। ইতালিতে সব রকমের খেলায় দর্শকদের প্রবেশ নিষিদ্ধ এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত। জাপানেও বাতিল হয়েছে অলিম্পিকের বাছাই পর্ব। ধাক্কা লেগেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগেও।

(ওএস/এসপি/মার্চ ০৭, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test