E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনার মধ্যেই খেলোয়াড়দের মাঠে ফেরাল বায়ার্ন

২০২০ এপ্রিল ০৬ ১৪:৫০:১৬
করোনার মধ্যেই খেলোয়াড়দের মাঠে ফেরাল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোন চিহ্ন নেই জার্মানিতে। দেশটিতে এরই মধ্যে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখের বেশি মানুষ, মারা গেছে প্রায় ১৫শ মানুষ। এমতাবস্থায়ও যে খেলা চালিয়ে নেয়া যায়, তারই অদ্ভুত নজির স্থাপন করছে ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ।

বিশ্বব্যাপী যেখানে বন্ধ সবধরনের খেলাধুলা। জার্মান বুন্দেসলিগাও প্রাথমিকভাবে ২ এপ্রিল এবং পরে ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে আবার কবে শুরু হবে লিগ, তা জানে না কেউই। তবু বায়ার্নের চাই যথাযথ অনুশীলন।

আর এ কারণেই আজ (সোমবার) থেকে দলের খেলোয়াড়দের অনুশীলনে ফিরিয়েছে বায়ার্ন মিউনিখ। জানিয়েছে স্বাস্থ্যসংস্থার নির্দেশনা মেনেই ছোট ছোট গ্রুপ করে চলবে খেলোয়াড়দের অনুশীলন এবং মাঠে কোন দর্শক ঢুকতে দেয়া হবে না।

মূলত লিগ আয়োজকদের বেধে দেয়া সময় অতিক্রম করেই অনুশীলন শুরু করেছে বায়ার্ন। খেলা স্থগিত করার পর বলা হয়েছিল, অন্তত ৫ এপ্রিলের পর্যন্ত যেন সবধরনের অনুশীলনও বন্ধ রাখে ক্লাবগুলো। সেই কথা মোতাবেক আজ (৬ এপ্রিল) থেকে শুরু হলো বায়ার্নের অনুশীলন।

নিজেদের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে বায়ার্নের পক্ষ থেকে জানান হয়েছে, ‘আমাদের মূল দলের খেলোয়াড়রা ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে সোমবার থেকে অনুশীলন শুরু করবে। এটি করার ক্ষেত্রে অবশ্যই সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা হবে। স্বাস্থ্য নিরাপত্তার ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।’

(ওএস/এসপি/এপ্রিল ০৬, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test