E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

অথচ জন্টি রোডসের মতে সর্বকালের সেরা ফিল্ডার আরেকজন

২০২০ মে ৩১ ১১:৫৬:২৯
অথচ জন্টি রোডসের মতে সর্বকালের সেরা ফিল্ডার আরেকজন

স্পোর্টস ডেস্ক : শুধুমাত্র ফিল্ডিং দিয়েই মানুষের মনে জায়গা করে নেয়া যায়, তা প্রমাণ করে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জন্টি রোডস। অনেকেই বলে থাকেন, ব্যাটিং যেমনই হোক, শুধুমাত্র ফিল্ডিংয়ের জন্য হলেও জন্টি রোডস যেকোন একাদশে জায়গা পেয়ে যাবেন।

প্রসঙ্গ যখন মাঠের ফিল্ডিং, তখন বিশ্বের যেকোন ক্রিকেট বিশ্লেষক একবাক্যে সেরা মেনে নেন জন্টি রোডসকে। কিন্তু রোডস নিজে ফিল্ডিংয়ের সর্বসেরা মানেন অন্য আরেকজনকে। এমনটা মনে করার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

সাবেক জিম্বাবুইয়ান পেসার পমি এমবাঙওয়ার সঙ্গে এক লাইভ সেশনে রোডস জানিয়েছেন, তার চোখে সর্বকালের সেরা ফিল্ডার তার নিজ দেশের এবি ডি ভিলিয়ার্স। এছাড়া অ্যান্ড্রু সাইমন্ডস, সুরেশ রায়না, বেন স্টোকসদের প্রতিও ভালো লাগা রয়েছে রোডসের।

তিনি বলেন, ‘সর্বকালের সেরা ফিল্ডার? এটা অতি অবশ্যই এবি ডি ভিলিয়ার্স। সে একজন উইকেটরক্ষক। সে স্লিপে দাঁড়ায়, মিডঅফে দাঁড়ায়, লংঅনে দাঁড়ায়। এই ছেলেটা সর্বকালের সেরা ফিল্ডার।’

রোডস আরও যোগ করেন, ‘আমার দেখা অ্যান্ড্রু সাইমন্ডস হলো প্রথম ফিল্ডার, যে মাঠের সব জায়গায় ফিল্ডিং করতে পারতো। যেহেতু তার বাহুতে অনেক জোর, তাই বাউন্ডারি লাইনেও ফিল্ডিং করতো। তার মতো বিশাল দেহ নিয়ে ডাইভ দেয়া কখনওই সহজ কাজ নয়।’

এসময় অন্যদের সঙ্গে ডি ভিলিয়ার্সের পার্থক্যটাও তুলে ধরেন রোডস, ‘সুরেশ রায়নার ফিল্ডিংও আমার খুব পছন্দ। তবে জন্টি রোডস পরবর্তী সময়ে ডি ভিলিয়ার্সই সেরা। আমি মনে করি বেন স্টোকসও দারুণ। তবে ডি ভিলিয়ার্স ম্যাচের পরিস্থিতি ভালো বুঝতে পারে। নিজেও ব্যাটসম্যান হওয়ায় খেলাটা বুঝতে সুবিধা হয়। সব মিলিয়ে ডি ভিলিয়ার্সই সেরা ফিল্ডার।’

(ওএস/এসপি/মে ৩১, ২০২০)

পাঠকের মতামত:

০৮ জুলাই ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test