E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'পরিবর্তনের লক্ষ্যে ভোটের ময়দানে আমি'

২০২০ সেপ্টেম্বর ০৮ ১৪:৪০:১৩
'পরিবর্তনের লক্ষ্যে ভোটের ময়দানে আমি'

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে কখনও দৃশ্যপটে ছিলেন না তিনি। গত দুই-আড়াই বছর ধরে বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনের বিরোধী পক্ষের কোনো সভা বা কর্মসূচিতেও দেখা যায়নি তাকে। অথচ সেই সফিকুল ইসলাম মানিক সভাপতি পদে প্রথম মনোনয়নপত্র উত্তোলন করে সবার আগে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হয়েছেন।

সোমবার শেষ দিনে তিনিই ছিলেন চমক। পরে বাফুফের বর্তমান সহসভাপতি বাদল রায়ও সভাপতি পদে মনোনয়নপত্র তুলেছেন, যা ছিল পূর্ব ঘোষিতই। সবার শেষে কাজী সালাউদ্দিন ফরম তুলেছেন। সবাই মনোনয়নপত্র জমা দিলে এবং কেউ প্রত্যাহার না করলে আগামী ৩ অক্টোবর বাফুফের নির্বাচনে সভাপতি পদে ৩ জন প্রার্থী দেখা যাবে।

মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। সবার আগে বর্তমান সহসভাপতি তাবিথ আউয়াল মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিকেল ৫টার মধ্যে দেবেন বাকিরা। নির্বাচনে ২১ পদের বিপরীতে ৪৯ জন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। শেষপর্যন্ত কতজন জমা দেন সেটাই দেখার।

আগের দিনও কেউ জানত না সফিকুল ইসলাম মানিক শীর্ষ পদে প্রার্থী হবেন। মজার বিষয় হলো, তিনি নিজেও নাকি নির্বাচনের জন্য প্রস্তুত ছিলেন না। ‘আমি সকালেই সিদ্ধান্ত নেই নির্বাচন করব। তাই বাফুফে ভবনে এসে ফরম নিয়েছি। বাফুফেতে পরিবর্তন দরকার। তাই পরিবর্তনের লক্ষ্য নিয়ে ভোটের ময়দানে এসেছি’- জাগো নিউজকে বলেছেন সফিকুল ইসলাম মানিক।

হঠাৎ করে সভাপতি পদের ফরম কিনেছেন। নির্বাচন করবেন তো? নাকি আবার আলোচনায় এসে সিদ্ধান্ত পাল্টাবেন? ‘দেখুন নিজের পকেট থেকে লাখ টাকা দিয়ে ফরম কিনেছি। নিবাচন করব বলেই তো তাই না? আলোচিত হওয়ার জন্য আসিনি, শেষপর্যন্ত ভোটের লড়াইয়ে থাকব। কাউন্সিলররা যদি আমাকে যোগ্য প্রার্থী মনে করেন ভোট দিয়ে বিজয়ী করবেন’- বলেছেন সফিকুল ইসলাম মানিক।

আপনার পর বাদল রায় সভাপতি পদে মনোনয়নপত্র তুলেছেন। আপনারা দুইজনই মোহামেডানের লোক। তো শেষপর্যন্ত দুইজনই থাকবেন? নাকি একজন লড়াই করবেন কাজী মো. সালাউদ্দিনের বিরুদ্ধে? জবাবে সফিকুল ইসলাম মানিক বলেছেন, ‘এ বিষয়টা নিয়ে কিছু ভাবিনি। আমি আমার মতো করে ফরম কিনেছি। এর বেশি এখন কিছু বলব না। মনোনয়নপত্র জমা দেয়ার পর আনুষ্ঠানিক ব্রিফ করব।’

(ওএস/পি/সেপ্টেম্বর ০৮, ২০২০ইং)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test