E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

স্টোকসের স্ত্রীকে নিয়ে স্যামুয়েলসের আপত্তিকর মন্তব্য

২০২০ অক্টোবর ৩০ ১৩:৩৩:২৯
স্টোকসের স্ত্রীকে নিয়ে স্যামুয়েলসের আপত্তিকর মন্তব্য

স্পোর্টস ডেস্ক : দু’জনের মধ্যে চিরকালীন শত্রুতা রয়েছে, তা হয়তো অনেকেই জানেন না। কিন্তু ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস আর ক্যারিবীয় ক্রিকেটার মারলন স্যামুয়েলসের সেই শত্রুতা এবার খুব বাজেভাবেই ফিরে এসেছে। শুধু ফিরে আসাই নয়, স্টোকসের এক মামুলি মন্তব্যকে ঘিরে চরম নোংরা পাল্টা মন্তব্য করে বসলেন স্যামুয়েলস।

মারলন স্যামুয়েলসকে নিয়ে বেন স্টোকসের খুব সাধারণ একটা মন্তব্য; কিন্তু সেটা যে ক্রিকেট দুনিয়ায় এমন বিস্ফোরণ ঘটিয়ে দেবে, কে জানত? স্যামুয়েলস তো সোজা স্টোকসের পরিবারকে টেনে এনে কুরুচিপূর্ণ মন্তব্যও করে বসলেন! আবার সেই বিতর্কে ঢুকে পড়লেন শেন ওয়ার্ন এবং স্যামুয়েলসের সঙ্গে বিরোধ লাগলো তারও।

পুরো ঘটনাটা আসলে কী? রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে এখন আরব আমিরাতে বেন স্টোকস। যেখানে সাত দিনের কোয়ারেন্টাইন শেষে তাকে মাঠে নামতে হয়েছে।

সেই কোয়ারেন্টাইন অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে স্টোকস এক সাক্ষাৎকারে বলেন, ‘খুবই খারাপ অভিজ্ঞতা ওভাবে বন্দি হয়ে থাকা। আমার চরম শত্রুকেও যেন কোয়ারেন্টাইনে না থাকতে হয়। আমার ভাই মেসেজ করে জানতে চেয়েছিল, আমি কি একই জিনিসটা মারলন স্যামুয়েলসের ক্ষেত্রেও চাই না? ওকে বলি, না। একেবারেই চাই না।’

পুরোটাই হাসি-ঠাট্টাচ্ছলে করে বলা। স্যামুয়েলসের সঙ্গে স্টোকসের খুব খারাপ সম্পর্ক থাকার পরই হয়তো এমন হাসি-ঠাট্টা করে এভাবে মন্তব্য করেছেন স্টোকস। কিন্তু এই ঠাট্টার উত্তরে যে স্যামুয়েলস সোজা বিদ্বেষপূর্ণ মন্তব্য করে বসবেন, তা ধারণাও করা সম্ভব হয়নি।

স্টোকসের সেই মন্তব্যের পরই তাকে উদ্দেশ্য করে স্যামুয়েলস ইনস্টাগ্রামে লেখেন, ‘কোনো শ্বেতাঙ্গ ক্রিকেটার আমার সঙ্গে কখনও পারেনি। আমাকে চৌদ্দ দিন দেওয়ার কথা বলছ বন্ধু? তোমার স্ত্রীকে চৌদ্দ দিনের জন্য পাঠিয়ে দাও। চৌদ্দ সেকেন্ডে জ্যামাইকান করে দেব!’

এটাকে নোংরা, কুরুচিপূর্ণ মন্তব্য বললেও যেটাকে কম বলা হবে। এই নোংরা মন্তব্যের পর তার উপর ফেটে পড়ে ক্রিকেট দুনিয়া। ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন টুইট করে লেখেন, ‘মারলন তুমি যা করলে, মেনে নেওয়া যায় না। আমরা সবাই বর্ণবিদ্বেষকে শেষ করতে চাইছি। আর তুমি এভাবে বলে দিলে?’

কিন্তু ভনের কথায় কিচ্ছু হয়নি। মূলতঃ স্যামুয়েলসের সঙ্গে তর্কাতর্কি লেগে যায় ওয়ার্নের। ওয়ার্ন টুইট করেন, ‘এখনই দেখলাম স্টোকসকে কী বলেছে স্যামুয়েলস। ওর ডাক্তার দেখানো প্রয়োজন। এই কারণে স্যামুয়েলসের সাবেক সতীর্থরাও কেউ ওকে দেখতে পারে না। তুমি সাধারণ ক্রিকেটার হতেই পারো; কিন্তু তাই বলে কি তোমাকে নিচু মনের মানুষও হতে হবে?’

এরপর ওয়ার্নকেও ছাড়েননি স্যামুয়েলস। তিনি আবার পাল্টা লেখেন, ‘আমাকে কে জ্ঞান দিচ্ছে? যে কিনা নিজেকে তরুণ দেখানোর জন্য মুখে সার্জারি করিয়েছিল!’ এখানেই শেষ নয়। এরপর লেখার অযোগ্য ভাষায় আক্রমণ শানিয়েছেন এই ক্যারিবীয় তারকা।

(ওএস/এসপি/অক্টোবর ৩০, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test