E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রোনালদো অবশ্যই আমার চেয়ে গতিশীল : বোল্ট

২০২০ নভেম্বর ১৫ ১৬:৫৬:৪৪
রোনালদো অবশ্যই আমার চেয়ে গতিশীল : বোল্ট

স্পোর্টস ডেস্ক : মাত্র ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে বর্তমান বিশ্বের দ্রুততম মানব হওয়ার রেকর্ডটা নিজের দখলে রেখেছেন জ্যামাইকার অলিম্পিক কিংবদন্তি উসাইন বোল্ট। প্রায় এক যুগ আগে (২০০৯ সালে) বিশ্ব চ্যাম্পিয়নশিপে এ রেকর্ড গড়েছিলেন আটবারের অলিম্পিক গোল্ড মেডালিস্ট।

শুধু ১০০ মিটার নয়, একই বছর ২০০ মিটার স্প্রিন্টে মাত্র ১৯.১৯ সেকেন্ডে রেস শেষ করে বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। যা এখনও রয়েছে বহাল তবিয়তে। গত ১১ বছরে কেউ বোল্টের এ রেকর্ডের ধারেকাছেও আসতে পারেননি।

অথচ সেই বোল্টই এখন বলছেন, তিনি সবচেয়ে গতিশীল অ্যাথলেট নন, তার চেয়েও বেশি গতিশীল ক্রীড়াবিদ পর্তুগালের সুপারস্টার ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। স্প্যানিশ সংবাদমাধ্যমে এ কথা জানিয়েছেন বোল্ট নিজেই।

নিজের মন্তব্যের ওপর জোর দিয়ে বোল্ট বলেছেন, ‘নিশ্চিতভাবেই ক্রিশ্চিয়ানো আমার চেয়ে বেশি গতিশীল। সে প্রতিদিন ওয়ার্কআউট করে। আমার কাছে ক্রিশ্চিয়ানো একজন সুপার অ্যাথলেট। সে সবসময় কঠোর পরিশ্রম করে। নিজের লক্ষ্যে অবিচল থাকে। এখন অবশ্যই সে আমার চেয়ে গতিশীল।’

বয়সের কাঁটা ৩৫ পেরিয়ে গেলেও দুর্বার গতিতে এগিয়ে চলেছেন রোনালদো। গত সেপ্টেম্বরে বিশ্বের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে গড়েছেন ১০০ আন্তর্জাতিক গোলের রেকর্ড। এছাড়া ক্লাব ফুটবলেও চলতি মৌসুমে চার ম্যাচে করে ফেলেছেন ৬টি গোল।

(ওএস/এসপি/নভেম্বর ১৫, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test