E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আতলেতিকোই এগিয়ে মিলানের বিপক্ষে

২০১৪ মার্চ ১২ ১৩:২১:৪৫
আতলেতিকোই এগিয়ে মিলানের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক, ঢাকা : আতলেতিকো মাদ্রিদের সামনে ১৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার হাতছানি। লক্ষ্য অর্জনে অতিথি এসি মিলানের সঙ্গে ড্র করলেই চলবে তাদের। ভিসেন্তে কালদেরনে তাই এগিয়ে রাখতেই হচ্ছে স্বাগতিকদের।

 

শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায়।

ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মিলানের আছে গৌরবময় অতীত। সাতবার ইউরোপ সেরার মুকুট পড়েছে তারা। কিন্তু বাস্তবতা অন্যরকম। সেরি আয় হতাশাজনক ফলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের সম্ভাবনাই প্রায় শেষ ইতালির দলটির।

অন্যদিকে লা লিগায় দুর্দান্ত ফর্মে রয়েছে দিয়েগো সিমেওনের আতলেতিকো। এসি মিলানের মাঠ থেকে দিয়েগো কস্তার একমাত্র গোলে প্রথম লেগ জিতে এসেছে তারা। নিজেদের মাঠে না হারলেই তাই ১৯৯৭ সালের পর এই প্রথমবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠবে আতলেতিকো।

এ ম্যাচে অঘটন এড়াতে মাঝমাঠ নিয়ন্ত্রণে রাখার ওপর জোর দিয়েছেন কোচ সিমেওনে।

আর মিলান কোচ ক্লেরেন্স সিডর্ফ শিষ্যদের মাথা ঠাণ্ডা রেখে ধৈর্য্যশীল ফুটবল খেলতে উপদেশ দিয়েছেন।

তিনটি ভিন্ন ক্লাব আয়াক্স আমস্টারডাম, রিয়াল মাদ্রিদ ও এসি মিলানের হয়ে চারবার চ্যাম্পিয়নস লিগ জয়ী সিডর্ফ মনে করেন, আতলেতিকো ন্যূনতম ব্যবধানে এগিয়ে আছে বলে সাতবারের চ্যাম্পিয়ন মিলান এখনও স্বপ্ন দেখতে পারে।

(ওএস/প/ মার্চ ১১,২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test