E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

জিম্বাবুয়ে সফরে জাতীয় টি-২০ দলে চাঁদপুরের শামিম 

২০২১ জুন ২৪ ১৪:০১:৩০
জিম্বাবুয়ে সফরে জাতীয় টি-২০ দলে চাঁদপুরের শামিম 

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : জিম্বাবুয়ে সফরে জাতীয় টি-২০ ক্রিকেট দলে সুযোগ পেয়েছেন ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামের শামিম পাটওয়ারী। এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির সিরিজ খেলতে সোমবার রাতে জিম্বাবুয়ে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের।

জিম্বাবুয়েতে তিন ফরমেটেই রয়েছেন সাকিব আল হাসান। আর টি-টোয়েন্টিতে নতুন মুখ হলেন শামিম পাটওয়ারী। জিম্বাবুয়ের সাথে টি-২০ খেলায় বাংলাদেশের ১৬ সদ্যস্যের দলে তাকে রাখা হয়েছে। চাঁদপুরের হয়ে দেশের জাতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ায় শামিমকে অভিনন্দন জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার) এবং জেলা

ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ অন্য ক্রীড়া সংগঠক ও ক্রীড়া কর্মকতাগণ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা যায়, জিম্বাবুয়ে সফরে তিন ফরমেটেই সাকিব আল হাসানকে পাচ্ছে বাংলাদেশ। অভিজ্ঞ এই অলরাউন্ডারের পাশাপাশি সব ফরমেটেই দলে আছেন নূরুল হাসান সোহান। তিন ফরমেট মিলিয়ে একমাত্র নতুন মুখ শামিম হোসেন পাটওয়ারী। জাতীয় দলে সুযোগ পাওয়া তরুণ এই অলরাউন্ডার জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলে।

বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে নিউজিল্যান্ড সফরে। ওই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ছিলো একই, ২০ সদস্যের। এবার জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দল আলাদা হওয়ায় তাই পরিবর্তন অনেক। ছুটির কারণে ওই সিরিজে না খেলা তামিম ইকবাল ও সাকিব জিম্বাবুয়ে সফরে আছেন অনুমিতভাবেই। ছুটি পেয়ে এবার মুশফিকুর রহিমের না থাকা নিশ্চিত ছিলো আগেই। অভিজ্ঞ এই কিপার-ব্যাটসম্যান আঙুলের চোটে আপাতত মাঠের বাইরে আছেন। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরীর আশা দ্রুতই সেরে উঠবেন মুশফিক।

নিউজিল্যান্ড সফরের দল থেকে টি-টোয়েন্টি দলে নেই মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও রুবেল। পেসার হাসান চোটের কারণে মাঠের বাইরে বেশ অনেক দিন থেকেই।

দলে প্রথমবার সুযোগ পাওয়া শামিম ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন আগ্রাসী ব্যাটিং, আঁটসাঁট বোলিং ও দুর্দান্ত ফিল্ডিং দিয়ে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের এই সদস্য চলতি ঢাকা লিগে ১০ ইনিংসে ১৮১ রান করেছেন প্রায় দেড়শ’ স্ট্রাইক রেটে। তিনি ছিলেন যুব দলের সহ-অধিনায়ক। যুব বিশ্বকাপ বিজয়ী দলের সদস্য শামিম পাটোয়ারী এবারের প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বরের হয়ে বেশ ভালো খেলেছেন। হাত খুলে খেলার সামর্থ্য আছে পুরোপুরি। বিগ হিট নিতে পারেন অবলীলায়। সঙ্গে তুখোড় ফিল্ডারও।

৭ জুলাই টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৬ জুলাই থেকে। ২৩ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ। সব ম্যাচই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। ২৬ জুন লিগ শেষ করার ৭২ ঘণ্টা না যেতেই এক ম্যাচের টেস্ট, সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্যে ২৯ জুন ভোরে রাজধানী ঢাকা ত্যাগ করবে টাইগার ক্রিকেটাররা। এ সফরকে সামনে রেখে গতকাল ২৩ জুন বুধবার বিকেলে দল ঘোষণা করেছে বিসিবি।

জাতীয় ক্রিকেট দলের টি-২০-তে সুযোগ পাওয়া শামিম পাটওয়ারীর ক্রিকেটে হাতেখড়ি হয় চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমী থেকে। তার ক্রিকেটের প্রথম কোচ চাঁদপুরের ক্রিকেটের কর্ণধার ও জেলার প্রধান ক্রিকেট কোচ সৈয়দ শামিম ফারুকী। বর্তমানে শামিম বিকেএসপির আওতাধীন।

বুধবার রাতে মুঠোফোনে শামিম ফারুকীর সাথে আলাপকালে তিনি জানান, শামিম সুযোগ পাওয়াতে আমি অনেক খুশি। ক্রিকেটে ও অনেক পরিশ্রম করেছেন। প্রতিদিন ফরিদগঞ্জের ধানুয়া থেকে চলে আসতেন ক্লেমন ক্রিকেট একাডেমীতে। শামিম জিম্বাবুয়ের সাথে টি-২০-তে যেনো ভালো ক্রিকেট খেলা দেশবাসীকে উপহার দিতে পারেন এজন্যে আমি জেলার সকলের কাছে তার জন্যে দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করি।

জিম্বাবুয়ে সফরের বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড : মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামিম হোসেন, নূরুল হাসান সোহান, নাসুম আহমেদ, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

(ইউ/এসপি/জুন ২৪, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test