E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেসিকে পাওয়ার কথা ভাবতেও পারেননি পিএসজি কোচ

২০২১ সেপ্টেম্বর ১৪ ১৫:১৯:১৪
মেসিকে পাওয়ার কথা ভাবতেও পারেননি পিএসজি কোচ

স্পোর্টস ডেস্ক : এবারের দলবদলের মৌসুমে অন্যতম চমক ছিলো লিওনেল মেসির বার্সেলোনা ছাড়ার খবর। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে বিচ্ছেদের ৪৮ ঘণ্টার মধ্যে ফ্রি এজেন্ট থাকা মেসিকে নিজেদের দলে ভিড়িয়ে নেয় ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এর ফলে প্রথমবারের মতো বার্সেলোনা ব্যতীত অন্য কোনো ক্লাবের হয়ে খেলতে নেমেছেন মেসি।

পিএসজির কোচ মাউরিসিও পচেত্তিনো কখনো ভাবতেও পারেননি যে, মেসিকে নিজের দলে পাবেন তিনি। তবে এখন দলে পাওয়ার পর উচ্ছ্বসিত এ আর্জেন্টাইন কোচ। তিনি আশাবাদী, পিএসজির হয়েও নিজের স্বাভাবিক দ্যুতি ছড়াবেন আর্জেন্টাইন সুপারস্টার।

এরই মধ্যে নতুন জার্সিতে অভিষেক হয়ে গেছে মেসির। বুধবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ক্লাব ব্রুজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন তিনি। এই ম্যাচের আগে মেসির ভূয়সী প্রশংসা করেছেন পিএসজি কোচ।

উয়েফার অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে পচেত্তিনো বলেন, ‘মেসিকে বর্ণনা করার জন্য আমি হয়তো সঠিক ব্যক্তি নই। আরও অনেক মানুষ আছে যারা মেসিকে বর্ণনা করার যথাযোগ্য শব্দ জানে। যেগুলো দিয়ে আসলে মেসিকে তার প্রাপ্য সম্মানটা দেয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘মেসি সবসময়ই বিশ্বের সেরাদের মধ্যে বিবেচিত হবে। যখন থেকে এখানে (পিএসজি) এসেছে, সে খুব দ্রুতই মানিয়ে নিয়েছে এবং অনুশীলনেও বেশ ভালো করছে। সর্বোচ্চ প্রতিযোগিতায় নামার আগে নিজের সেরা পর্যায়ে যাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে সে।’

এসময় তাকে দলে ভেড়ানোর ব্যাপারে পচেত্তিনো বলেছেন, ‘আমি কখনও ভাবিনি এটা সম্ভব হবে যে, সে আমাদের দলে নাম লেখাবে। যখন এই সুযোগটা এলো, সবকিছু খুব দ্রুত হয়ে গেছে।’

স্বদেশি মেসিকে ক্লাবে পাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমাদের মধ্যে কিছু সংযোগ আছে। আমরা দুজনই আর্জেন্টাইন, দুজনই নিওয়েলস বয়েজ সাপোর্ট করি। আমরা দুজনই রোজারিও থেকে এসেছি। তাকে প্রতিপক্ষ হিসেবেও সবসময়ই সম্মান করেছি আমি। এখন তাকে নিজ দলের অনুশীলনে পাওয়া সত্যিই দারুণ।’

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০২১)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test