E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাদল রায়ের নামে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্স

২০২১ সেপ্টেম্বর ১৫ ১৭:০১:৪৯
বাদল রায়ের নামে বঙ্গবন্ধু স্টেডিয়ামের প্রেসবক্স

স্টাফ রিপোর্টার : সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সহ-সভাপতি প্রয়াত বাদল রায়ের নামে হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্স।

বুধবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘বাদল রায়ের অনেক অবদান ফুটবলে। তিনি একজন কীর্তিমান মানুষ ছিলেন। তার অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সের নামকরণের সিদ্ধান্ত নিয়েছি।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসব্ক্স বাদল রায়ের নামে করার কারণও ব্যাখ্যা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘এটা আমাদের এক নম্বর স্টেডিয়াম। এই স্টেডিয়ামের কোথায় কী নামকরণ করা যায়, তা নিয়ে আমরা কয়েকজনের মতামত নিয়েছি। সেই আলোকেই ‘বাদল রায় প্রেসবক্স বা মিডিয়া বক্স’ যাই বলি না কেন নামকরণ হবে।’

প্রধানমন্ত্রীর উপহার পাওয়ার পর বাদল রায়ের স্ত্রী মাধুরী রায় বলেছেন, ‘আজকে এভাবে ঘোষণা হবে আমি ভাবিনি। বুঝতেও পারিনি। এটা আমাদের জন্য একটা চমক। আর প্রধানমন্ত্রী বাদলের কাছে ছিলেন একজন মমতাময়ী মা। তাঁর যে উপহার পেলাম, তাও আমার জন্য অনেক বেশি। আমি আশা করব প্রধানমন্ত্রীর আশীর্বাদ আমার ছেলে ও মেয়ের ওপর সবসময় থাকবে।’

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২১)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test