E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাফে ‘ভালো’ করলে কল্পনাতীত পুরস্কার দেবেন সালাউদ্দিন

২০২১ অক্টোবর ১১ ১৯:৫০:০৮
সাফে ‘ভালো’ করলে কল্পনাতীত পুরস্কার দেবেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক : মালদ্বীপে চলমান সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে শুরুটা বেশ ভালো করেছিলো বাংলাদেশ দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দশজনের দল নিয়েই রুখে দিয়েছিলো শক্তিশালী ভারতকে। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের কাছে ০-২ গোলে হেরে গেছেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা।

এই হারের পরেও অবশ্য ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বাংলাদেশ দলের। বুধবার (১৩ অক্টোবর) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলেই ফাইনালের টিকিট পাবে অস্কার ব্রুজনের দল। জয়ব্যতীত অন্য যেকোনো ফলেই বাজবে বিদায়ঘণ্টা।

একই সমীকরণ ভারতের সামনে। তারা যদি নিজেদের শেষ ম্যাচটিতে মালদ্বীপকে হারাতে পারে, তাহলে পৌঁছে যাবে ফাইনালে। অন্যথায় ড্র বা পরাজিত হলে ফাইনাল খেলবে স্বাগতিকরা। অর্থাৎ শ্রীলঙ্কা ব্যতীত চার দলের সামনেই শেষ ম্যাচে রয়েছে ফাইনালের টিকিট নিশ্চিত করার সুযোগ।

সাফের এই অবস্থাকে সেমিফাইনালের মতো করেই দেখছেন বাংলাদলেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। সোমবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে তিনি বলেছেন, ‘টুর্নামেন্ট এখন যে অবস্থায় সেটি সেমিফাইনালের মতো। যারা জিতবে তারা ফাইনাল খেলবে, হারলে বিদায়। যেনো নকআউট পর্ব।’

নেপালকে হারাতে পারলে ২০০৯ সালের পর প্রথমবারের মতো প্রথম রাউন্ড পেরুনোর কৃতিত্ব অর্জন করবে বাংলাদেশ, সরাসরি পৌঁছে যাবে ফাইনালে। সাম্প্রতিক সময়ে প্রায় সব আন্তর্জাতিক টুর্নামেন্টেই জাতীয় দলের সাফল্যের ওপর নানান পুরস্কার ঘোষণা করেছেন সালাউদ্দিন।

এবার সাফে তেমন কিছু ঘোষণা করতে রাজি নন বাফুফে প্রেসিডেন্ট। তবে বাংলাদেশ দল ভালো করলে কল্পনাতীত পুরস্কারের আশ্বাস দিয়ে রেখেছেন তিনি, ‘কিছু দিন আগেও বলেছি, যতবার পুরস্কার ঘোষণা করেছি, দিতে পারিনি। এবার ওরা ভালো করুক অনেক কিছু দেবো যা ওরা কল্পনাও করেনি।’

এসময় সাফের চলতি আসরে বাংলাদেশের পারফরম্যান্স সম্পর্কে মূল্যায়ন জানিয়ে সালাউদ্দিনের বলেন, ‘প্রথম ম্যাচ ঠিক আছে। দ্বিতীয় ম্যাচে আমরা দশ জন নিয়ে খেললেও ম্যাচটি জেতার মতো ছিল। তৃতীয় ম্যাচটি খেলোয়াড়েরা ক্লান্ত ছিল। এক সপ্তাহের মধ্যে তিন ম্যাচ ছিল আর মালদ্বীপ পাঁচদিন পর খেলেছে।’

(ওএস/এএস/অক্টোবর ১১, ২০২১)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test