E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Technomedia Limited
Mobile Version

পিএসজিতে একা হয়ে গেছেন মেসি

২০২১ অক্টোবর ২৬ ১৭:৪৩:৩৩
পিএসজিতে একা হয়ে গেছেন মেসি

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির সাবেক সতীর্থ থিয়েরি হেনরি মনে করেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার আর্জেন্টাইনার সুপারস্টারের কাছ থেকে আরও বেশি সার্ভিস পেতে পারতো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।

এখনও লিগ ওয়ানের সঙ্গে মানিয়ে নেয়ার মিশনে রয়েছেন মেসি। ঘরোয়া লিগে চারটি ম্যাচ খেলে এখনও গোলের দেখা পাননি তিনি। তবে এমন না যে খুব খারাপ খেলছেন মেসি। বরং প্রতি ম্যাচেই দারুণ কিছু সুযোগ তৈরি করে চলেছেন তিনি।

সবশেষ ম্যাচেও বারে লেগে ফিরেছে মেসির শট। ফ্রান্সের সাবেক তারকা খেলোয়াড় হেনরি মনে করেন, পিএসজিতে একা হয়ে গেছেন মেসি। যে কারণে তেমন সার্ভিসটা পাচ্ছে না পিএসজি। তাই একটি পরামর্শও দিয়েছেন হেনরি।

আরএমসি স্পোর্টকে হেনরি বলেছেন, ‘মেসি একা হয়ে গেছে। সে খুব সময় পায় বলের সঙ্গে। আমি বলবো না সে সুখী নেই। কিন্তু সে একা পড়ে গেছে। আমি তাকে মাঝে দেখতেই বেশি পছন্দ করবো।’

হেনরি আরও যোগ করেন, ‘মেসিকে ডান পাশে খেলানোয় সমস্যা দেখছি। তাকে যদি মাঝে দেয়া হয়, সে ম্যাচের গতি ঠিক করে দিতে পারে। মেসি, নেইমার ও এমবাপেকে একসঙ্গে খেলানোর জন্য একটা পথ বের করতে হবে।’

মাউরিসিও পচেত্তিনোর অধীনে মেসির পজিশনিং নিয়ে প্রশ্ন তুলে হেনরি আরও বলেন, ‘আমার মনে হয় না, ডান পাশে খেলে কোনো পার্থক্য গড়তে পারবে মেসি। অবশ্য তাদের ট্যাকটিক্যাল পরিকল্পনার পুরো বিষয়টা আমার জানা নেই।’

(ওএস/এসপি/অক্টোবর ২৬, ২০২১)

পাঠকের মতামত:

০১ ডিসেম্বর ২০২১

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test