E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান জাবির শারমিন

২০২১ নভেম্বর ২৩ ২১:১১:০২
দেশের প্রথম নারী সেঞ্চুরিয়ান জাবির শারমিন

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রথম সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছেন শারমিন আক্তার সুপ্তা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিশ্বকাপের বাছাইপর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ সেঞ্চুরি হাঁকান গাইবান্ধার মেয়ে শারমিন আক্তার সুপ্তা। এটি ছিল তার ক্যারিয়ারের ২৬তম ম্যাচ।

শারমিন আক্তার বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (৪৩তম ব্যাচ) সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী।

একই ব্যাচের এক শিক্ষার্থী জানান, শারমিন পরবর্তীতে একই বিভাগ থেকে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

মঙ্গলবার ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ১১৮ বলে ৯ চারে সেঞ্চুরির রেকর্ডটি করেন এ তারকা ক্রিকেটার। তার এ অর্জনে পুরো ক্যাম্পাসে খুশির ঢল নেমেছে।

(ওএস/এএস/নভেম্বর ২৩, ২০২১)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test