E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ মুখোমুখি হচ্ছে চেন্নাই-কলকাতা

২০১৪ সেপ্টেম্বর ১৭ ২০:২৪:৫৯

স্পোর্টস ডেস্ক, ঢাকা : মঙ্গলবার রাতে শেষ হয়েছে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির বাছাইপর্ব। মুম্বাই ইন্ডিয়ান্স ও শ্রীলঙ্কার সাউদার্ন এক্সপ্রেসকে পেছনে ফেলে মূল পর্বের টিকিট পেয়েছে লাহোর লায়ন্স ও নর্দার্ন ডিস্ট্রিকস। আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের মূল পর্ব। শুরুতেই মুখোমুখি সাকিব আল হাসানে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ৩।

অবশ্য আজকের এই ম্যাচে কলকাতা দলে পাবে না তাদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। আন্তর্জাতিক ক্রিকেট খেলার ক্ষেত্রে গতকাল (মঙ্গলবার) থেকে মুক্ত সাকিব। কিন্তু বিদেশী লিগগুলোতে খেলার জন্য সাকিবের উপর যে ১৮ মাসের নিষেধাজ্ঞা, সেটা এখনো বহাল রয়েছে। আর সে কারণেই তিনি কলকাতার হয়ে খেলতে পারছেন না। বিষয়টি নিয়ে মোটেও মন খারাপ নয় কলকাতার কর্তা ব্যক্তিদের। কারণ, তারা বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়েছেন।

ইনজুরির কারণে চেন্নাইর হয়ে আইপিএলে খেলতে পারেননি ডোয়াইন ব্রাভো। তবে চ্যাম্পিয়নস লিগে তাকে দলে পাচ্ছে মহেন্দ্র সিং ধোনী। শুধু ব্রাভো পেয়ে নয়, পুরো দল নিয়েই সন্তুষ্ট তিনি।

আইপিএলের চ্যাম্পিয়ন দল হওয়ায় কলকাতার উপর সবার প্রত্যাশা একটু বেশিই থাকবে। সেই প্রত্যাশার চাপ সামাল দিয়ে ভালো করতে বদ্ধ পরিকর কেকেআর দলপতি গৌতম গম্ভীর।

এবারের চ্যাম্পিয়নস লিগে আইপিএল থেকে ৩টি দল (কলকাতা, পাঞ্জাব ও চেন্নাই) সরাসরি অংশ নেবে। দক্ষিণ আফ্রিকা থেকে অংশ নিচ্ছে কেব কোবরা ও ডলফিন। অস্ট্রেলিয়া থেকে অংশ নিচ্ছে হোবার্ট হারিকেন ও পার্থ স্করচার্চ। ওয়েস্ট ইন্ডিজ থেকে খেলবে বার্বাডোজ ট্রাইডেন্ট। পাকিস্তান থেকে খেলার যোগ্যতা অর্জন করেছে লাহোর লায়ন্স। নিউজিল্যান্ডের দল নর্দার্ন ডিস্ট্রিকস বাছাইপর্ব পেরিয়ে এসেছে। বাণিজ্যিক স্বার্থের কারণে বাংলাদেশের কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি।

(ওএস/পি/সেপ্টেম্বর ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test