E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বার্সায় মেসির ১৪ তম সেলিব্রেশন

২০১৪ সেপ্টেম্বর ১৯ ১৯:৫৩:০৩
বার্সায় মেসির ১৪ তম সেলিব্রেশন

স্পোর্টস ডেস্ক, ঢাকা : বার্সেলোনায় খুব ভালো রয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি৷ পেশাদারিত্ব রয়েছে তার৷ তবে সেটা নিজের জায়গায়৷ বাকিটা আবেগও বলতে পারেন, ভালোবাসা বা আনুগত্য যা খুশি নামে ডাকতে পারেন৷ তবে আগামী আরও ক'বছর এই ক্লাবপ্রেম মেসির মধ্যে রয়ে যাবে তা বলা মুশকিল৷ আপাতত এটুকু বলা যেতে পারে, গত ১৪ বছর ধরে৷

তাই বার্সার সঙ্গে তার সম্পর্কের ১৪তম বছরের সেলিব্রেশন মেসি একটু অন্যভাবে করলেন৷ মুখচোরা, লাজুক৷ মেসি হয়তো আরও অনেক কিছু৷ খুব বেশি হই-হুল্লোড় তার পছন্দ নয় আগাগোড়াই৷ তাই বার্সায় আসার ১৪ বছরের আনন্দ নিজের মতো করে প্রকাশ করলেন৷ সব থেকে আশ্চর্যের ব্যাপার, ক্লাবও মেসির সেই পথই নিল৷ কিন্ত্ত দু'জনেই অজ্ঞাতে৷

১৭ সেপ্টেম্বর৷ ২০০০ সালের এই দিনটিতেই বারসায় যোগ দিয়েছিলেন মেসি৷ তার পর কেটে গিয়েছে সুদীর্ঘ ১৪টি বছর৷ মেসির সাফল্যের সঙ্গে তাল মিলিয়ে বারসাও সফল৷ দিনটি আসতেই মেসি তাই নিজের টুইটার প্রোফাইলে তার পুরানো রেজিস্ট্রেশনের ছবি প্রকাশ করলেন৷ সেই চৌদ্দ বছর আগেকার ছবি৷ যাতে শিলমোহর পড়ায় বার্সার হয়ে তার পথ চলা শুরু৷ একইভাবে, বার্সাও ক্লাবের অফিসিয়াল সাইটে মেসির সেই পুরানো রেজিস্ট্রেশনের ছবিটি পোস্ট করে মেসিকে অভিনন্দন জানাল৷

ছবিটি পোস্ট করে মেসি লিখলেন, "খারাপ হোক বা ভালো সময়৷ সব সময় ক্লাবের তরফে দারুণ সমর্থন পেয়ে এসেছি৷ এতগুলি বছর এখানকার সাপোর্ট স্টাফ ও সতীর্থদের সঙ্গে কাটিয়ে ফেললাম৷ মালুমই হয়নি কখন এতগুলি বছর পেরিয়ে গেল৷ আরও অনেকটা পথ চলা বাকি৷ সবাইকে ধন্যবাদ৷"

মেসির ২০০৪ সাল থেকে বারসার প্রথম একাদশে সুযোগ পাওয়া শুরু হয়েছিল৷ তার পর আর ফিরে তাকাতে হয়নি৷ যদিও সোশাল নেটওয়ার্কপ্রেমীদের অনেকেই মেসির এই পুরানো রেজিস্ট্রেশনের ছবিটি হয়তো আগেই দেখেছেন৷ তবুও মেসির উদ্যোগে না হয় আরও একবার নস্টালজিক হলেন!

(ওএস/পি/সেপ্টেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test