E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ম্যান ইউতে ‘স্থায়ী অধিনায়কত্ব’ পাবেন না রোনালদো

২০২২ জানুয়ারি ১৫ ১৫:৫৭:৫৯
ম্যান ইউতে ‘স্থায়ী অধিনায়কত্ব’ পাবেন না রোনালদো

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোকে ম্যানচেস্টার ইউনাইটেডের স্থায়ী অধিনায়কত্ব দেওয়া হবে না, সাফ জানিয়ে দিয়েছেন দলের কোচ রাফ রাগনিক। সমর্থকদের একটা বড় অংশ রোনালদোকে অধিনায়ক হিসেবে চাইলেও, সহসাই তা হচ্ছে না।

নতুন বছরের প্রথম ম্যাচে ওলভসের বিপক্ষে নিয়মিত অধিনায়ক হ্যারি মাগুইরের অনুপস্থিতিতে আর্মব্যান্ড পরেছিলেন রোনালদো। সেই ম্যাচটি ০-১ গোলে হেরে গিয়েছিল ইউনাইটেড। পরে পেশির ইনজুরির কারণে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি রোনালদো।

মাঝে স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ সুপারস্টার বলেছেন, ইউনাইটেডে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড় আছে যাদেরকে পরামর্শ দেওয়া হলে সেটি তারা মানতে চায় না। এই সাক্ষাৎকারের পরই মূলত রোনালদোকে অধিনায়ক করার দাবি ওঠে।

তবে ইউনাইটেড কোচ রাগনিক জানিয়েছেন, এখন মাগুইরেকে সরিয়ে রোনালদোকে স্থায়ী অধিনায়কত্ব দেওয়ার কোনো পরিকল্পনাই নেই। শুধু তাই নয়, যতদিন মাগুইরে ইউনাইটেডে আছেন, ততদিন তিনিই অধিনায়ক থাকবেন বলে নিশ্চিত করেছেন কোচ।

রাগনিক বলেছেন, ‘এই মুহূর্তে আমি রোনালদোকে স্থায়ীভাবে অধিনায়ক করার কোনো কারণ দেখছি না। কারণ এখন পর্যন্ত মাগুইরে অধিনায়ক আছে এবং যতদিন সে খেলবে অধিনায়কত্ব করবে।’

ওলভসের বিপক্ষে ম্যাচের মতো পরিস্থিতি হলে অবস্থা বুঝে ব্যবস্থার কথাও জানিয়ে রেখেছেন রাগনিক, ‘যদি মাগুইরে না খেলে তাহলে হয়তো অন্য কাউকে অধিনায়ক করা হবে। এটা ম্যাচভেদে বদলাতে পারে। নির্ভর করবে কারা খেলছে ম্যাচে তার ওপর।’

(ওএস/এসপি/জানুয়ারি ১৫, ২০২২)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test